প্রকাশ সিন্হা, কলকাতা : ফের জাল নোট উদ্ধার বাংলায়। এর আগে  ডিসেম্বরেই ফারাক্কা ব্যারেজের কাছ থেকে জাল নোট পাচারকারীকে ধরে পুলিশ। এবার তো খাস কলকাতায়।  প্রজাতন্ত্র দিবসের ( Republic Day) আগের দিন কলকাতায় উদ্ধার ৩ লক্ষ টাকার জাল নোট (Fake Note)। ময়দানের বিধান মার্কেট এলাকা থেকে একজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। ধৃত গোপালকৃষ্ণ পাওয়ার মহারাষ্ট্রের শোলাপুরের বাসিন্দা।


ধৃতের কাছ থেকে মিলেছে ২ হাজার ১০০টি ও ৫০০ টাকার ২০০টি জাল নোট। মালদায় (Malda) ভারত-বাংলাদেশ (India Bangladesh) সীমান্তে প্রায়ই জাল নোট উদ্ধার হয়। এবার জাল নোট পাচারে মহারাষ্ট্র-যোগ পুলিশকে ভাবাচ্ছে। জাল নোটগুলি মালদা থেকে এনে পাচার করা হচ্ছিল, নাকি মহারাষ্ট্র থেকে আনা হয়েছিল, খতিয়ে দেখছে পুলিশ। 

আরও পড়ুন :


শান্তনু ঠাকুরের পর এবার দিলীপ ঘোষের পিকনিক ! ফেললেন ছিপ, ধরলেন মাছ!


গত ৩১ ডিসেম্বর, জাল নোট পাচার চক্রের হদিশ পেতে  তদন্তে বাংলাদেশে যায় NIA। জাতীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, গত নভেম্বরে বাংলাদেশের ঢাকাতে ৭ কোটি ৩৫ লক্ষ টাকা মূল্যের ভারতীয় জাল নোট সহ ২ জন গ্রেফতার হয়।সূত্রের দাবি, ধৃতেরা জেরায় জানায়, ওই জাল নোট তৈরি হয়েছে পাকিস্তানে।


তারপর তা শ্রীলঙ্কা থেকে জাহাজে আনা হয় বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে। জেরায় ধৃতরা আরও জানায়, দুই পাকিস্তানি সফি ও সুলতান তাদের সাহায্য করেছিল। সেই সূত্রেই ধৃতদের জেরা করে পাকিস্তানি যোগাযোগ সম্পর্কে তথ্য জানতে চায় NIA।  এর জন্য বাংলাদেশে যায় NIA-এর টিম। 


ডিসেম্বরেই পাকিস্তানের তৈরি হওয়া জাল নোট কাঁটাতার পেরিয়ে পৌঁছে যাচ্ছে বাংলায়, বলে খবর পায় পুলিশ। গোপন তথ্যে ভর করে ফারাক্কা ব্যারেজে চেকিং চালানো হয় ।  একটি গাড়িতে মাঝখানের সিটে বসে নোট পাচার করছিলেন এক মহিলা। তল্লাশি করতেই ব্যাগ থেকে পাওয়া যায় লক্ষ-লক্ষ টাকার জাল নোট।