কলকাতা: ‘৩৮ জন তৃণমূল (TMC) বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগে আছেন, ২১ জন সরাসরি আমার সঙ্গে যোগাযোগ রাখছেন' বুধবার সাংবাদিক বৈঠকে এমনই বিস্ফোরক দাবি করলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। এদিন পার্থ ইস্যুতেও মুখ খুলেছেন তিনি। তাঁর কথায়, ‘প্রমাণ থাকলে প্রধানমন্ত্রী (PM), রাষ্ট্রপতিও (President) বাঁচাতে পারবেন না। প্রমাণ না থাকলে ঘুমিয়ে থাকুন, কোনও সমস্যা নেই।’ এ দিন সাংবাদিক বৈঠকে মিঠুন আরও বলেন, ‘বিজেপি লড়াই ছাড়বে না। স্বচ্ছ নির্বাচন হলে কালই বিজেপি রাজ্যে সরকার গড়বে। বিজেপি কোথাও রাজ্যে অশান্তি করেনি। বিজেপির বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে। আগে রাজনৈতিক ব্যক্তিত্বদের সম্মানের জায়গা ছিল। এখন রাজনৈতিক ব্যক্তিত্বদের নামের সঙ্গে প্রশ্নচিহ্ন এসে গেছে।' পশ্চিমবঙ্গ নিয়ে আশঙ্কা প্রকাশ করে মিঠুনের মন্তব্য, এখন বাংলাকে ভগবানও বাঁচাতে পারবে না।’
কী বললেন মিঠুন, একনজরে...
- প্রমাণ থাকলে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিও বাঁচাতে পারবেন না
- প্রমাণ না থাকলে ঘুমিয়ে থাকুন, কোনও সমস্যা নেই
- বিজেপি কোথাও রাজ্যে অশান্তি করেনি
- বিজেপির বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে
- আগে রাজনৈতিক ব্যক্তিত্বদের সম্মানের জায়গা ছিল
- এখন রাজনৈতিক ব্যক্তিত্বদের নামের সঙ্গে প্রশ্নচিহ্ন এসে গেছে
- এখন বাংলাকে ভগবানও বাঁচাতে পারবে না
- ৩৮ জন তৃণমূল বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগে আছেন
- ২১ জন সরাসরি আমার সঙ্গে যোগাযোগ রাখছেন
- বিজেপি লড়াই ছাড়বে না
- স্বচ্ছ নির্বাচন হলে কালই বিজেপি রাজ্যে সরকার গড়বে
লোকসভা ভোটের (Loksabha Election) আগে ফের বঙ্গ রাজনীতিতে সক্রিয় মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। গত ৫ জুলাই কলকাতায় আসেন তিনি। কোন ভূমিকায় তাঁকে দেখা যেতে চলেছে তা নিয়ে জল্পনা ছড়ায়। সংবাদমাধ্যমে মিঠুনের আগমনের কথা জানান সুকান্ত মজুমদার। তিনি বলেন, 'মিঠুনদার সঙ্গে দলীয় কার্যালয়ে দেখা হবে আমার। মিঠুন আসবেন বলেছেন। কলকাতায় ঢুকছেন উনি। শরীর-স্বাস্থ্য ভাল থাকলে দীলয় কার্যালয়ে আসবেন। পরশু বিকেলে দেখা হচ্ছে ওঁর সঙ্গে।'
ভোটের মুখে বিজেপি-তে (BJP) যোগ দিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন। গা গরম করা ছবির সংলাপ আউড়ে উত্তেজিত করেছিলেন বিজেপি-কে। কিন্তু ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপি হেরে যাওয়ার পর বঙ্গ রাজনীতি থেকে কার্যত গায়েব হয়ে গিয়েছিলেন তিনি। সম্প্রতি ফের বাংলায় প্রত্যাবর্তন করেছেন 'ফাটাকেষ্ট' মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তাঁকে এ বার পরমাণু বোমার (Nuclear Bomb) সঙ্গে তুলনা করলেন রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তৃণমূলের বিরুদ্ধে মিঠুনকেই অস্ত্র হিসেবে ব্যবহারের ইঙ্গিত দিলেন।
আরও পড়ুন: Arpita Mukherjee: দরজা ভেঙে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা-র ফ্ল্যাটে ইডি
এরপর কলকাতায় পা রেখেছেন মিঠুন। সুকান্তর আমন্ত্রণ রক্ষা করতে সেদিন সন্ধেতেই রাজ্য বিজেপি-র সদর দফতরেও যান। সেখানে সুকান্তর সঙ্গে বৈঠক করেন তিনি। তার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বিজেপি-র সাধারণ কর্মী হিসেবেই কাজ করবেন। দল যে নির্দেশ দেবে, যে দায়িত্ব দেবে পালন করবেন নিষ্ঠা ভরে। তাঁকে কী দায়িত্ব দেওয়া হচ্ছে, তা যদিও খোলসা করেননি মিঠুন। তবে তৃণমূলের বিরুদ্ধে যে তাঁকে ব্যবহার করা হবে আগামী দিনে, সেই ইঙ্গিত দেন সুকান্ত