মুর্শিদাবাদ: ভোট (Panchayat Election 2023) শেষ, ফল বেরিয়ে গিয়েছে সপ্তাহখানেক আগে। তাও রক্তপাত থামছে না। এদিন মুর্শিদাবাদে (Murshidabad) বোমা (Bomb Explosion) ফেটে জখম হল ৪ নাবালক। দৌলতাবাদের ঘটনা।  প্রাথমিক ভাবে জানা যায়, বল ভেবে বোমাগুলি তুলতে গিয়েছিল তারা। তাতেই বিস্ফোরণ। গুরুতর জখম অবস্থায় ৪ জনই ভর্তি রয়েছে হাসপাতালে। ঘটনাস্থলে পৌঁছেছে দৌলতাবাদ থানার পুলিশ।


প্রেক্ষাপট...
এ রাজ্যে বোমা বিস্ফোরণে মৃত্য়ু মোটেও অপরিচিত নয়। পঞ্চায়েত ভোটের আগে বোমা উদ্ধারের ঘটনা শিরোনামে এসেছে আকছার। আর এমন ঘটনায় রক্তাক্ত আগেও রক্তাক্ত হয়েছে শৈশব। গত মে মাসের ঘটনা। ভাঙড়ের ফুলবাড়ি  এলাকায় বোমাবাজির অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। সে বার বোমার আঘাতে আহত হয় ৫ বছরের এক শিশু। তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। ঘটনার আগের দিন ভাঙড়ের ফুলবাড়ি এলাকায় আইএসএফের সভা ছিল। আইএসএফের অভিযোগ, পর দিন সকালে ওই এলাকায় বোমাবাজি শুরু করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বোমাবাজির অভিযোগ শাসকদল উড়িয়ে দিলেও শিশুর রক্তপাত ঠেকানো যায়নি। এতেই শেষ নয়। গত জানুয়ারিতে মুর্শিদাবাদের লালগোলার নয়াগ্রামে বোমা ফেটে জখম হয় চার বছরের শিশু। জানা যায়, মিয়াপুর গ্রামের বাসিন্দা মতিফুল শেখ নামে এক ব্যক্তির বাড়ির উঠোনে পড়েছিল বোমা। তাঁর স্ত্রী ঝাড়ু দিতে গেলে একটি বোমা ফেটে যায়। বিস্ফোরণে আহত হয় তাঁর ৪ বছরের ছেলে। তার আগে, বছরের শুরুতেই কোচবিহারের মাথাভাঙায় বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হয় ৯ বছরের বালক। আঘাত গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বীরভূমের মাড়গ্রাম থেকে মালদার মানিকচক, উত্তর ২৪ পরগনার মিনাখাঁ, কাঁকিনাড়া, দক্ষিণ ২৪ পরগনার কুলপি, বোমায় রক্তাক্ত হয়েছে শৈশব। বীরভূমের সাঁইথিয়াতেও বিস্ফোরণে গুরুতর জখম হয় এক কিশোর।  এর আগে গত ১৭ নভেম্বর,  টিটাগড়েই স্কুল চলাকালীন, স্কুলের ছাদে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। বীরভূমের মাড়গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় দুটি চোখেই দৃষ্টি হারায় ৭ বছরের শিশু। নলহাটিতে বাড়ি ছিল ওই শিশুর। ডিসেম্বরের শেষে মাড়গ্রামে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। মাসতুতো ভাইয়ের সঙ্গে খেলার সময় বোমা বিস্ফোরণ হয়। ওই ঘটনায় গুরুতর জখম ৬ ও ৭ বছরের দুই মাসতুতো ভাই হাসপাতালে চিকিৎসাধীন ছিল। গত ২৮ ডিসেম্বর, এসএসকেএমে মৃত্যু হয় ৬ বছরের শিশুর। রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজিতে স্থানান্তরিত করা হয় ৭ বছরের শিশুকে। RIO-র অধিকর্তা অসীমকুমার ঘোষ জানান, বিস্ফোরণে শিশুর ডান চোখ নষ্ট হয়ে গিয়েছিল। পাল্টে যায় চোখের আকৃতিও।   


আরও পড়ুন:অমানবিক ! রাস্তায় নাচতে না চাওয়ায় বিশেষ চাহিদাসম্পন্ন তরুণকে 'কটূক্তি, মারধর'