সুকান্ত মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : ফের একবার অমানবিক ঘটনার সাক্ষী থাকল কলকাতা (Kolkata) । চেতলার বাসিন্দা বিশেষ চাহিদাসম্পন্ন তরুণকে কটূক্তি ও মারধরের অভিযোগ উঠল ৪ জনের বিরুদ্ধে। পরিবারের দাবি, রবিবার সন্ধেয় বাড়ি থেকে বেরিয়ে বন্ধুর বাড়ি যাচ্ছিলেন বছর ২২-এর তরুণ। তখনই ঘটে এই ঘটনা।


অভিযোগ, রাসবিহারী অ্য়াভিনিউয়ের কাছে ৪ যুবক বিশেষ চাহিদাসম্পন্ন তরুণকে কটূক্তি করে। পরিবারের তরফে অভিযোগ, প্রথমে তারা ওই তরুণকে নাচতে বলে। না - নাচতে চাওয়ায় তরুণকে কটূক্তি শুরু করে তারা।  প্রতিবাদ জানিয়ে পুলিশে খবর দেওয়ার কথা বলায় বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মাথায় আঘাত লাগে আক্রান্ত তরুণের। টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে।


দুষ্কৃতীরা এখনও অধরা। পরিবারের দাবি, অভিযুক্তরা আগেও একাধিকবার বিশেষ চাহিদাসম্পন্ন তরুণকে রাস্তায় একা পেয়ে হেনস্থা করেছে। পরে বাড়িতে ফোন করে ক্ষমা চাওয়ায় তরুণের পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে সেইসময় কোনও ব্যবস্থা নেয়নি। এরপর রবিবারের ঘটনা।  

পুলিশ সূত্রে খবর, রাস্তার সিসিটিভি ফুটেজ (CCTV footage) সংগ্রহ করে কয়েকটি ছবি নিয়ে তাঁদের বাড়িতে যাওয়া হয়। ওই তরুণের সঙ্গে কথা বলা হয়। 


ওই তরুণের মা স্বাস্থ্যকর্মী, বাবা চিকিৎসক। কোভিডের (Covid-19) সময় তাঁরা বিভিন্ন মানুষের দিকে বাড়িয়ে দিয়েছিলেন সাহায্যের হাত। এখন তাঁরা রীতিমতো ত্রস্ত ছেলেকে নিয়ে। বারবার সন্তানের সঙ্গে এই ঘটনা ঘটায় আতঙ্কে তরুণের অভিভাবকরা। 

বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের নিয়ে সাধারণ মানুষের মধ্যে এখনও চেতনার অনেকটা অভাব। এঁরা অনেকটাই স্বমগ্ন৷ নিজেদের মধ্যেই থাকতে ভালবাসেন তাঁরা ৷ বাইরের জগতের সঙ্গে তাঁদের যোগাযোগের পরিভাষা অন্যদের মতো নয় ৷ সমাজের একাংশ এখনও এঁদের প্রতি অমানবিক আচরণ করে থাকেন।  তাতেই আতঙ্কে থাকেন অভিভাবকরা। 


অনেকেই মনে করেন, নিয়ে সচেতনতার অভাব রয়েছে৷ আর তার জেরেই  সমাজের কেউ কেউ তাদের সঙ্গে সহানুভূতিশীল আচরণ করে না। তার জেরেই ঘটে যায় অনেক অমানবিক ঘটনা।  যেমনটা ঘটে গেল রবিবার।  এই প্রথম নয় পরিবার জানাচ্ছে, ওই তরুণের সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে আগেও। তবে এবার সহ্যের মাত্রা ছাড়িয়ে গিয়েছে।                


আরও পড়ুন :  









বিজেপি প্রার্থীর আত্মীয়কে ধারাল অস্ত্রের কোপ অশোকনগরে, সন্দেহ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial