প্রকাশ সিনহা, সৌভিক মজুমদার, কলকাতা: গরুপাচার মামলা তদন্তে ফের সিবিআই অফিসে হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, রক্ষাকবচ মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত , সিবিআই অফিসে হাজিরা দেওয়া থেকে অব্যাহতি চেয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। কাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অনুব্রতর রক্ষাকবচ মামলার শুনানি হওয়ার কথা।
এ যেন টেস্ট ম্যাচের স্নায়ুযুদ্ধ! একের পর এক বল করে যাচ্ছে বোলার। আর জাজমেন্টের ভঙ্গিতে তা ছেড়ে দিচ্ছে ব্যাটার। গরুপাচার মামলার তদন্তে এই নিয়ে ৪ বার সিবিআই অফিসে হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল।
মঙ্গলবার সকাল ১১টায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে তাদের নিজাম প্যালেসের অফিসে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কিন্তু এদিনও হাজির হননি অনুব্রত মণ্ডল। সিবিআই সূত্রে খবর, বীরভূমের তৃণমূল জেলা সভাপতি তাঁর আইনজীবীর মাধ্যমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রক্ষাকবচ চেয়ে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলার নিষ্পত্তি না হওয়া বা হাইকোর্ট নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁকে হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হোক।
গরুপাচার মামলায় হাজির হওয়ার জন্য চতুর্থ দফার নোটিস পেয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। কিন্তু, সিঙ্গলবেঞ্চে তাঁর রক্ষাকবচের আর্জি খারিজ করে দেন বিচারপতি রাজশেখর মান্থা।
এই প্রেক্ষাপটে সোমবার, সিবিআইয়ের কাছে হাজিরার ২৪ ঘণ্টা আগে, সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করেন অনুব্রত মণ্ডল। মামলা দায়েরের অনুমতি দেন প্রধান বিচারপতি।
আদালত সূত্রে খবর, বুধবার ওই মামলার শুনানি হওয়ার কথা। অনুব্রত মণ্ডল হাজির না হলেও, মঙ্গলবার নিজাম প্যালেসের সিবিআই অফিসে উপস্থিত হয়েছিলেন তাঁর ব্যক্তিগত দেহরক্ষী সায়গল হুসেন। অনুব্রত মণ্ডলের গতিবিধি, কারা তাঁর সঙ্গে দেখা করতেন, এসব বিষয়ে তাঁকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় বলে সিবিআই সূত্রে খবর।