কলকাতা: গতকালের থেকে আবারও খানিক বাড়ল রাজ্যে করোনায় (Covid19) দৈনিক আক্রান্তের সংখ্যা (Daily Corona Case)। রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩ জন। সোমবার এই সংখ্যাটা ছিল ৩৫। রাজ্যে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২০ লক্ষ ১৬ হাজার ৫১৬। 


অন্যদিকে রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন মাত্র ১ জন। গতকালও এই সংখ্যাটা ১ ছিল। মোট মৃতের সংখ্যা ২১ হাজার ১৮৯ জন। করোনাকে হারিয়ে শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২৫ জন। 


 






আরও পড়ুন: South 24 Pargana News: চিকিৎসকদের 'লাইভ লোকেশন' বিজ্ঞপ্তিতে বিতর্ক, প্রত্যাহারের নির্দেশ স্বাস্থ্য অধিকর্তার


অন্যদিকে, ফের ঊর্ধ্বমুখী দেশের কোভিড-গ্রাফ। তিনহাজারের নিচে নামল দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে গতকালের তুলনায় সামান্য বাড়ল সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৬৮ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৫০৩ জন।  


একলাফে অনেকটাই বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা (Daily Death Toll)। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৯৭ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৭। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৫ হাজার ৯৭৪ জনের। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ৭২২ জন। অ্যাক্টিভ কেসের (Active Case) সংখ্যা ৩৩ হাজার ৯১৭। দৈনিক পজিটিভিটি রেট (Daily positivity Rate) ০.৩৭ শতাংশ। এখনও পর্যন্ত করোনামুক্ত হয়েছেন,  ৪ কোটি ২৪ লক্ষ ৪৬ হাজার ১৭১।


অন্যদিকে দোলের জন্য ১৭ মার্চ রাত্রিকালীন বিধিনিষেধে (Covid Restriction) ছাড় থাকছে রাজ্যে। ৩১ মার্চ পর্যন্ত করোনার বিধিনিষেধ বহাল। তবে আগামী ১৭ মার্চ রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিধিনিষেধে ছাড় থাকছে। মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে নবান্নের তরফে।