দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুর মহকুমা হাসপাতালে সুপারের নির্দেশিকাকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সম্প্রতি বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে, ‘হোয়াটসঅ্যাপে লোকেশন শেয়ার করতে হবে চিকিৎসকদের। আউটডোর, ওটি, জরুরি বা অন্য বিভাগে গেলে পাঠাতে হবে লোকেশন। ৩ স্বাস্থ্য আধিকারিকের ফোন নম্বরে পাঠাতে হবে লাইভ লোকেশন।’


আর এই নির্দেশিকাতেই চিকিৎসক মহলের একাংশে তৈরি হয়েছে ক্ষোভ। নির্দেশিকা চূড়ান্ত অসম্মানজনক বলে সরব হয়েছে বিভিন্ন চিকিত্‍সক সংগঠন । বারুইপুর হাসপাতাল- (Baruipur Hospital) বিতর্কে স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন,  ‘স্বাস্থ্য ভবন (Swasthya Bhawan) এমন কোনও নির্দেশ দেয়নি, এটি সুপারের সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত । হাসপাতালের সুপারকে তলব করে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।’


উল্লেখ্য, করোনা রোগীর (Covid-19) চিকিত্সায় অনিয়ম ও দুর্ব্যবহারের অভিযোগে সম্প্রতি কলকাতার (Kolkata) একটি হাসপাতাল ও একটি নার্সিংহোমকে জরিমানা করে স্বাস্থ্য কমিশন। দুর্ব্যবহারের জন্য রোগীর আত্মীয়ের কাছে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইবারও নির্দেশ দেওয়া হয়।


স্বাস্থ্য কমিশনের (Health Commission) নির্দেশনামায় বলা হয়েছে, সিআইটি রোডের হরাইজন লাইফ লাইন নার্সিংহোম দীপ্তি ভট্টাচার্য নামে ওই রোগিণীকে অন্য হাসপাতালে স্থানান্তরের সময় চিকিত্সা সংক্রান্ত নথি ও ডিসচার্জ সামারি সঠিকভাবে দেয়নি।


রোগিণীর করোনা পরীক্ষার রিপোর্টও ৭ দিন বাদে দেওয়া হয়। অভিযোগের প্রেক্ষিতে ওই নার্সিংহোমকে ৫ লক্ষ টাকা জরিমানা করেছে স্বাস্থ্য কমিশন। অন্যদিকে, করোনায় মৃত রোগী অলক ঘোষের পরিবারের সঙ্গে দুর্ব্যবহার ও বকেয়া বিলের কারণ দেখিয়ে রোগীর মৃতদেহ আটকে রাখার অভিযোগ ওঠে আলিপুরের CMRI হাসপাতালের বিরুদ্ধে।


এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার জরিমানা ও হাসপাতালের সিইও-কে মৃত রোগীর পরিবারের কাছে লিখিতভাবে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয় স্বাস্থ্য কমিশন। নার্সিংহোম ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নির্দেশনামা খতিয়ে দেখে প্রতিক্রিয়া জানানো হবে।


আরও পড়ুন: By Election 2022: উচ্চমাধ্যমিক চলাকালীনই বালিগঞ্জ-আসানসোলের উপ-নির্বাচন, কবে হতে পারে ভোট?