গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগণা : কখনও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে সাপ, কখনও আবার  টিকটিকি পাওয়ার অভিযোগ উঠেছে। বিভিন্ন সময় অঙ্গনওয়াড়ির খিচুড়ি নিয়ে বিবিধ অভিযোগ উঠে এসেছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে থেকে বাসি খিচুড়ি বিতরণের অভিযোগও নতুন নয়। এবার আরও ভয়াবহ ঘটনা ঘটল। দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের মৌসুনিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গরম খিচুড়ির কড়াইয়ে পড়ে গিয়ে গুরুতর জখম হল এক পড়ুয়া।


শুক্রবার সকালে ঘটনাটি ঘটে। অন্য পড়ুয়াদের সঙ্গে খেলা করছিল ওই শিশু। রোজকার মতো রাখা ছিল গরম খিচুড়ির কড়াই। সেই সময় অতর্কিতে গরম খিচুড়ির কড়ায় পড়ে যায় বছর পাঁচের ওই শিশু। এই ঘটনার পর উত্তেজনা ছড়ায় এলাকায়। দগ্ধ ওই শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে।


শুক্রবার খিচুড়ি বিতরণের জন্য প্রস্তুতি চলছিল মৌসুনির বাঘডাঙা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করে কাকদ্বীপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে খবর, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কোন স্থায়ী রান্নাঘর নেই। ফাঁকা মাঠে রান্না হয়। তার জেরেই এই ঘটনা বলে জখম শিশুর পরিবার অভিযোগ করেছে।


এর আগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবারে জোঁকও পাওয়া গিয়েছিল।  রামপুরহাট ১ নম্বর ব্লকের দাদপুর উত্তর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অন্তঃসত্ত্বাদের জন্য বরাদ্দ খাবারে জোঁক পাওয়া গিয়েছে বলে অভিযোগ ওঠে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এ বিষয়ে নালিশ করলে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছিল।এখানেই শেষ নয়, ২০২২ সালে পূর্ব বর্ধমানের জামালপুর ও বাঁকুড়ার বিষ্ণুপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বিলি করা খিচুড়িতে সাপ মেলে বলে অভিযোগ ওঠে। এপর হাসপাতালে ভর্তি করতে হয় একাধিক শিশুকে।   


কিছুদিন আগেই  মালদায় শুকনো এবং পচা ডিম রাস্তায় ফেলে অঙ্গনওয়াড়ি কর্মীকে আটকে রেখে তুমুল বিক্ষোভ দেখান অভিভাবকদের। অভিযোগ,  দীর্ঘ দিন ধরেই খাবারে বেনিয়ম হচ্ছিল এই কেন্দ্রে। নিয়ম মেনে তালিকা অনুযায়ী দেওয়া হত না খাবার। অনেক দিন দেওয়া হত শুধু শুকনো ভাত। যেদিন ডিম বা সবজি দেওয়া হত তা নিম্নমানের। এমনকি পচা সবজি এবং ডিম দেওয়াও হত বলে অভিযোগ ওঠে । ওই কেন্দ্রে তো আবার রান্নাও হত না। নিজের বাড়ি থেকে রান্না করে নিয়ে আসতেন অঙ্গনওয়াড়ি কর্মী।  


এভাবে বিভিন্ন সময় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি থেকে নানাবিধ অভিযোগ উঠে এসেছে। এবার গরম খিচুড়িতে পড়ে জখম হল শিশু। একেবারেই দুর্ঘটনা নাকি সেখানেও গা-ফিলতি ? উঠছে প্রশ্ন। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Sandeshkhali Situation: গ্রেফতার শেখ শাহজাহান, আতসবাজি ফাটিয়ে আবির খেলে উৎসব সন্দেশখালিতে