কলকাতা: বৃহস্পতিবার পাঁশকুড়ায় বন্যা পরিস্থিতি (Flood Affected Areas) পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাঁশকুড়ার পর উদয়নারায়ণপুরের বন্যা পরিস্থিতি দেখতে যান তিনি। বন্যা পরিস্থিতির জন্য ফের কেন্দ্র ও DVC-কেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী। দুর্গতদের পাশে থাকার আশ্বাসও দিলেন। সেই সঙ্গে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ জানিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এর পাল্টা বন্যা বিধ্বস্তদের জন্য 'অভয়া ক্লিনিক' গড়ে তোলার ঘোষণা করলেন আন্দোলনরত চিকিৎসকেরা (Protesting Junior Doctors)।


বন্যা বিধ্বস্তদের সাহায্যার্থে ডাক্তারদের এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রীর, পাল্টা 'অভয়া ক্লিনিক' ঘোষণা আন্দোলনকারীদের


আরজি কর কাণ্ডের প্রতিবাদে এখনও কর্মবিরতির সিদ্ধান্তে অনড় আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। এদিকে রাজ্যের বিস্তীর্ণ এলাকা যখন বন্যা কবলিত হয়ে পড়েছে, সেই সময় ডাক্তারদের এগিয়ে আসতে আজ ফের আহ্বান জানান মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদয়নারায়ণপুরে তাঁকে বলতে শোনা যায়, 'আমি চিকিৎসকদেরও বলব, সাপেরা ডাঙায় আশ্রয় নিয়েছে। এই জল নেমে গেলে সাপের কামড়, ডায়রিয়া, জ্বর হবেই। মুখ্যসচিবকে ফোন করে মেডিক্যাল শিবির করতে বলেছি। শিবির যে করব, এখনও কাজে যোগদান হয়নি। আমি আমার সাধ্যমতো করেছি! আশা করি সুমতি ফিরবে। মানুষ বন্য়ায় আক্রান্ত। মানুষের প্রাণ বাঁচানো, খাদ্য তুলে দেওয়াই এখন বড় কাজ। এটা রাজনীতির সময় নয়।'


অন্যদিকে স্বাস্থ্যভবনের সামনে ধর্নামঞ্চ থেকে রাজ্যের বন্যা বিধ্বস্ত এলাকায় ত্রাণ শিবির ও অভয়া ক্লিনিক করার ঘোষণা করলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। এমন পরিস্থিতিতে জুনিয়র ডাক্তাররা বলেছেন, 'গোটা পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। দুর্গত এলাকার সংখ্যা বাড়ছে, হাজার হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। অত্যন্ত খারাপ পরিস্থিতি। আমাদের অবস্থানে অনেক মানুষ সাহায্য করেছেন। এখানে সকলে যা দিয়েছেন আমাদের, তা জমে রয়েছে। তার সঙ্গে আমরা আবেদন করব আরও মানুষ যদি আমাদের কাছে সাহায্য পাঠান। সেটা  দিয়ে বন্যা দুর্গত এলাকায় ত্রাণশিবির গড়তে চাই আমরা। বন্যা দুর্গত এলাকায় 'অভয়া ক্লিনিক' গড়তে চাই। মানুষের প্রতি দায়বদ্ধতা পালন করব।'


আরও পড়ুন: Mamata Banerjee: জলমগ্ন এলাকা পরিদর্শনে মমতা, DVC-র সঙ্গে সম্পর্ক ছিন্নের হুঁশিয়ারি, ঘাটাল নিয়ে বড় ঘোষণা


এদিকে কংসাবতী নদীর বাঁধ ভেঙে ভাসছে পাঁশকুড়া। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ সড়কপথে সেখানে যান মুখ্যমন্ত্রী। গতকাল কলকাতা থেকে রওনা দিয়ে হুগলির পুরশুড়া, আরামবাগ ও গোঘাটে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। পর্যাপ্ত ত্রাণ মিলছে কি না জানতে চাওয়ার পাশাপাশি, বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের অভাব-অভিযোগের কথাও শোনেন মুখ্যমন্ত্রী। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।