সুনীত হালদার, উলুবেড়িয়া: শনিবার রাত ৯.৪৫ মিনিট নাগাদ মারাত্মক দুর্ঘটনার জেরে উত্তেজনা ছড়াল উলুবেড়িয়ায়। একটি গ্যাস ট্যাঙ্কার পরপর চারটি গাড়িতে ধাক্কা মারার জেরে জখম হলেন ৬ জন। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার বেলতলায় ১৬ নম্বর জাতীয় সড়কে। 


পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯.৪৫ নাগাদ উলুবেড়িয়ার রাজাপুর থানা এলাকায় বেলতলায় কোলাঘাটমুখী লেনে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি গ্যাস ট্যাঙ্কার লরি ও মারুতি ভ্যানকে ধাক্কা মারে। তার পিছনে থাকা অন্য একটি ট্রাক এসে আবার অন্য একটি গাড়িকে ধাক্কা মারে। এই দুর্ঘটনা জেরে মারুতি ভ্যানটি কোলাঘাটমুখী লেন থেকে কলকাতামুখী লেনে চলে যায়। ভয়াবহ এই  দুর্ঘটনার জেরে সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় মারুতি গাড়িটি।


আরও পড়ুন: Birbhum News: ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে বিশ্বভারতীর অধ্যাপক, মর্মান্তিক মৃত্যু স্ত্রী-মেয়ের


পরে মারুতি ভ্যানে থাকা ৪ জন সহ মোট ৬ জনকে জখম অবস্থায় উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে ভয়ানক এই দুর্ঘটনা জেরে তীব্র যানজট সৃষ্টি হয় ১৬ নম্বর জাতীয় সড়কে। খবর পেয়ে ঘটনাস্থলে রাজাপুর থানার পুলিশ এসে গাড়িগুলিকে সরিয়ে দেওয়ার প্রায় আধঘন্টা পর যানচলাচল স্বাভাবিক হয়।


আরও পড়ুন: Loksabha Elections 2024: "লগ্নভ্রষ্ট হয়ে যাওয়ার মত ব্যাপার", মনোনয়ন বাতিল নিয়ে দেবাশিস ধরকে কটাক্ষ শতাব্দী রায়ের


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।