রঞ্জিত সাউ, কলকাতা: ফের শহরে ভুয়ো কলসেন্টারের পর্দাফাঁস করল পুলিশ (Police)। বিধাননগর সাইবার ক্রাইম থানায় গোপন সূত্রে খবর আসে যে, সল্টলেক সেক্টর ফাইভ এর বেঙ্গল ইন্টেলিজেন্স পার্কের ১৩ তলায় বিনীত টেকনোলজিস্ট প্রাইভেট লিমিটেড নামে একটি ভুয়ো কল সেন্টার চলছে। এরপরে হানা দেয় বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে সাত জনকে। 


পুলিশ জানতে পারে যে, বেলজিয়াম বিদেশি নাগরিকদের কল করে টেক সাপোর্ট দেওয়ার নাম করে প্রতারণা করছিল এই বিনীত টেকনোলজিস্ট প্রাইভেট লিমিটেড নামে সংস্থাটি। তারই পরীক্ষাতে গতকাল ওই ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে সাত জনকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে, ল্যাপটপ, ডেক্সটপ, হার্ডডিক্স ডেবিট কার্ড মোবাইল ফোন-সহ নগদ আনুমানিক ৫৫ হাজার টাকা আজ অভিযুক্তদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। 


গতবছরের শেষদিকেও, নিউটাউনে (New Town) ভুয়ো কল সেন্টারের (Fake Call Center) হদিশ মিলেছিল। অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেফতার করেছিল ইকো পার্ক (Eco Park) থানার পুলিশ। অভিযোগ, নামী সংস্থার মোবাইল টাওয়ার বসানোর নামে টাকা হাতানোর কারবার ফেঁদে বসেছিল প্রতারকরা। টাকা বিনিয়োগ করলে মোটা অঙ্কের রিফান্ড মিলবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এই প্রতারণা চক্রের জাল কতদূর বিস্তৃত, এরপর খতিয়ে দেখা শুরু করে ইকো পার্ক থানার পুলিশ। 


প্রতারণার আরও উদাহরণ শহরে ছড়িয়ে রয়েছে। এর আগে কেন্দ্রীয় সরকারের (Central Government) উজ্জ্বলা প্রকল্পে (Ujjala Yajana) বাড়তি ভর্তুকি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছিল। জানা যায়, হাওড়ার (Howrah) জগত্‍বল্লভপুর থানা এলাকার বাসিন্দা, কমপক্ষে ১৫ জন গ্রাহক প্রতারণার শিকার হয়েছিলেন বলে পুলিশ সূত্রে খবর। হাওড়া গ্রামীণ পুলিশের সাইবার ক্রাইম বিভাগ তদন্ত শুরু করেছিল।


আরও পড়ুন, 'দায়ী মমতা', রিষড়াকাণ্ডের পর বিস্ফোরক ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি


প্রসঙ্গত, উজ্জ্বলা প্রকল্পে রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু ভর্তুকি দেয় কেন্দ্রীয় সরকার। তাতেই বাড়তি ভর্তুকি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছিল হাওড়ায় (Howrah)! পুলিশ সূত্রের খবর, এভাবে কমপক্ষে ১৫ জন গ্রাহকের অ্যাকাউন্ট ফাঁকা করে দিয়েছিল প্রতারকরা। হাওড়ার জগত্‍বল্লভপুর থানা এলাকার শিবতলা, দক্ষিণ খাঁ পাড়া, কালীতলা বাজার এলাকায় একাধিক গ্রাহক প্রতারকদের ফাঁদে পড়েছিলেন বলে অভিযোগ।