কলকাতা: হাওড়া এবং রিষড়ায় হিংসার ঘটনার প্রেক্ষিতে এবার সরব হলেন বিদ্বজ্জনরাও। খোলা বিবৃতি দিলেন অপর্ণা সেন, কৌশিক সেন, অনির্বাণ ভট্টাচার্য, সুজন মুখোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা। 


চিঠিতে লেখা হয়, 'রামনবমীর উদযাপনকে কেন্দ্র করে গত ছয়দিন ধরে পশ্চিমবঙ্গে যে ধর্মীয় মেরুকরণের রাজনৈতিক ক্রিয়াকাণ্ড সক্রিয় হয়ে উঠেছে, তাতে নাগরিক হিসাবে আমরা শঙ্কিত ও উদ্বিগ্ন বোধ করছি। তীব্রভাবে এই ঘটনাবলির প্রতিবাদ জানাচ্ছি। সেইসঙ্গে প্রশাসনিক দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দিতে চাই। সাধারণ মানুষের প্রাণ এবং সম্পত্তি রক্ষার দায়িত্ব পুলিশ প্রশাসনের। সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকারও তীব্র নিন্দা করছি। অবিলম্বে এই মেরুকরণের হিংস্র রাজনীতি বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উচ্চ পর্যায়ের প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানাচ্ছি।' এই বিবৃতিতে সই রয়েছে অপর্ণা সেন, সুমন মুখোপাধ্যায়, সুজন মুখোপাধ্যায়, কৌশিক সেন, রেশমী সেন, অনির্বাণ ভট্টাচার্য, ঋদ্ধি সেন, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, বোলান গঙ্গোপাধ্যায়, শ্রীকান্ত আচার্য, অনিন্দ্য চট্টোপাধ্যায়, অনুপম রায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের। 




এবিপি আনন্দকে ফোনে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য বলেন, 'রামনবমীর অনুষ্ঠানটা একটা ধর্মীয় অনুষ্ঠান। ধর্মের সঙ্গে আমাদের যোগ হচ্ছে ভক্তির। সেরকম একটা ধর্মীয় অনুষ্ঠান যদি এমন একটা ধর্মীয় মেরুকরণের চেহারা নেয় এবং তাতে যদি এমন হিংসাত্মক ঘটনা দেখা যায়... যদিও আমি অতটা নিষ্পাপ নই, আমরা কেউই নই, জনগণও নন। আমাদের দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি খুব শান্ত বা স্বাভাবিক আছে তা তো নয়, আমাদের দেশের রাজনীতিকরা বিশেষ করে তা রাখতে চান না। কিন্তু সৌহার্দ্য বা সম্প্রীতির ওপর যে বারবার বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে আঘাত নেমে আসছে, এগুলো যে কবে বন্ধ হবে সত্যিই জানি না। আমরা তো শিল্পী, আমরা গান করি, লেখালেখি করি, অভিনয় করি, আমরা তো সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত নই। আমরা আমার মনে হয় এরকম একটা বিবৃতিই করতে পারি। কিন্তু যে জিনিসটা হচ্ছে তার মধ্যে যে হিংসা, আক্রমণ, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যে ছায়া দেখা যাচ্ছে, আমার ধারণা পশ্চিমবঙ্গের আপামর মানুষ সেটা বুঝতে পারছেন। তবে আমি শুধু বলব, এই বিবৃতিই নয়, সর্বোপরি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের ওপর আমার আস্থা আছে যে তাঁরা কখনওই এই হিংসাকে জিতে যেতে দেবেন না, যে কোনও রাজনৈতিক পার্টি নির্বিশেষে, কারা ক্ষমতায় আছেন বা নেই। শেষ পর্যন্ত তাঁরা এটা মেনে নেবেন না, এই আস্থা আমার রাজ্যের মানুষের ওপর আছে।'


আরও পড়ুন: Nawsad Siddique: 'দায়ী মমতা', রিষড়াকাণ্ডের পর বিস্ফোরক ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি