রুমা পাল, কলকাতা: নিয়োগ দুর্নীতি (recruitment scam) মামলায় হাইকোর্টে (high court) হলফনামা (affidavit) জমা দিলেন প্রাথমিকের বিতর্কিত ৮৮ জন শিক্ষক (teachers)। ২৬৮ জনের মধ্যে ৫৪ জন আগেই হলফনামা জমা দিয়েছিলেন। এদের মধ্যে ৫৩ জনের চাকরি বাতিল (null and void) করে হাইকোর্ট। এবার হলফনামা জমা পড়ল আরও ৮৮ জনের।
প্রেক্ষাপট...
নিয়োগ-দুর্নীতির অভিযোগে ২৬৮ জন শিক্ষকের চাকরি আগেই বাতিল করেছিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন চাকরি খোয়ানো শিক্ষকরা। নিয়োগ নিয়ে আবেদনকারীদের অবস্থান শোনার জন্য হাইকোর্টকে নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। তার পরই হলফনামা। গোটা বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে সিপিএম।
প্রতিক্রিয়া:
সিপিএম নেতা সুজন চক্রবর্তী যেমন বলেন, 'তাঁরা তো নিশ্চয়ই বলবেন, চাকরি করতে চান। তাঁরা চাকরির যোগ্য। ... সকলে বুঝতে পারছেন যে কমবয়সিরা চাকরি-বাকরির জন্য হাঁকুপাঁকু করছেন। যদি চাকরির জন্য টাকা দেওয়ার লোক বসে থাকেন, তা হলে তাঁদের চাকরি বাতিল হোক। কিন্তু যাঁরা দুর্নীতির মাথায় বসে রইলেন, যে অর্থের ভাগ কালিঘাটে পৌঁছল তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে এটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়।' উল্লেখ্য,গত কালই প্রাথমিকে নিয়োগে ২০১৭-র টেট উত্তীর্ণদের বয়সে ছাড় পাওয়া যায়। চল্লিশ পেরোলেও বসা যাবে নিয়োগ পরীক্ষায়। আদালতের নির্দেশে বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০১৭-র ১২ মে থেকে মঙ্গলবার পর্যন্ত সময়সীমার মধ্যে বয়সে ছা়ড় পাওয়া গিয়েছে এই নয়া বিজ্ঞপ্তিতে। পাশাপাশি কেন্দ্রীয় টেট উত্তীর্ণদের নিয়োগের জন্য আবেদনে ছাড়পত্র। আদালতের নির্দেশে বিজ্ঞপ্তি প্রকাশ প্রাথমিক শিক্ষা পর্ষদের। দু'টি ক্ষেত্রেই নতুন করে আবেদন নেওয়া হবে, জানায় পর্ষদ। এর মধ্যে আবার প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ শুরু হয়েছে মঙ্গলবার থেকে। সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে ইন্টারভিউ শুরু হয়। সেদিন ২০০ জনের ইন্টারভিউ হওয়ার কথা। কলকাতার প্রাথমিক স্কুলগুলিতে নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হচ্ছে চাকরিপ্রার্থীদের। সকাল ১০টা থেকে শুরু হয় ইন্টারভিউ। বিগত কয়েক মাস ধরে নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে তোলপাড় দেখে আসছেন বাংলার মানুষ। মামলা গড়িয়েছে আদালতে। চাকরি গিয়েছে বেশ কয়েক জনের। এত কিছুর পর সুষ্ঠ পদ্ধতিতে ইন্টারভিউ দিতে পেরে আশাবাদী চাকরিপ্রার্থীদের অনেকে।
আরও পড়ুন:হঠাৎ হৃদরোগ, আকস্মিক প্রয়াণ রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার