কলকাতা: তারাতলা মোড়ে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে পিষে  দিল বেপরোয়া গাড়ি। গতকাল রাত সোয়া ১২টা নাগাদ টহলদারি ভ্যানে ডিউটি করছিলেন তারাতলা থানার সিভিক ভলান্টিয়ার অমিত চক্রবর্তী। তারাতলা রোড ধরে দ্রুত গতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারতে মারতে এসে রাস্তা পার হওয়ার সময় ওই সিভিক ভলান্টিয়ারকে পিষে দেয়। এরপর মেট্রোর পিলারে ধাক্কা মারে গাড়িটি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হয়।মৃতের বাড়ি সরশুনায়। ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করেছে তারাতলা থানার পুলিশ। ব্রেক ফেল জাতীয় যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। 


চিংড়িঘাটায় দুর্ঘটনা: এই একই দিনে চিংড়িঘাটায় আরও একটি দুর্ঘটনা ঘটে। গাড়ি ও পথচারীদের ধাক্কা মারে বেপরোয়া গাড়ি। আহত হন ৮ জন। এক সিভিক ভলান্টিয়ার-সহ কয়েকজনের আঘাত গুরুতর। দুপুর ১টা নাগাদ নিক্কো পার্ক থেকে বাইপাসের দিকে যাওয়ার সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর কয়েকটি গাড়ি ও পথচারীদের ধাক্কা মারে। আহত সিভিক ভলান্টিয়ার ও পথচারীদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গাড়ির চালককে আটক করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।


পুলিশ কর্মীর মৃত্যু: গত ৪ ডিসেম্বর লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় কলকাতা পুলিশের এক কর্মীর। ট্রাম না চললেও লাইন রয়েছে। সেই ট্রাম লাইনেই চাকা পিছলে বাইকে থেকে পড়ে গিয়ে পিছনে আসা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের এক কর্মীর। মৃতের নাম নেপোলিয়ন বালোয়াড়ি। কলকাতা পুলিশের হেড কোয়ার্টার ট্রাফিক গার্ডের কনস্টেবল আদতে শিলিগুড়ির বাসিন্দা। থাকতেন নাগেরবাজারে। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে ডিউটি সেরে ফেরার সময়, আরজি কর রোডে ট্রাম লাইনে চাকা পিছলে বাইক থেকে পড়ে যান তিনি। পিছনে আসা লরি তাঁকে পিষে দিয়ে চলে যায়। হাসপাতালে নিয়ে গেলে পুলিশ কর্মীকে মৃত বলে ঘোষণা করে হয়। ঘাতক লরির চালক পলাতক। 


চলতি মাসের শুরুতেই বেহালার শখেরবাজারের কাছে জেমস লং সরণিতে বেপরোয়া অ্যাম্বুল্যান্সের ধাক্কায় গুরুতর জখম হন স্কুটার চালক। বেলা ১২টা নাগাদ দুর্ঘটনা ঘটে। জোকা ইএসআই হাসপাতাল থেকে বেরিয়ে বেহালা ট্রামডিপোর দিকে আসছিল খালি অ্যাম্বুল্যান্স। নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুল্যান্সটি প্রথমে স্কুটার ও পরে বাড়ির দেওয়ালে ধাক্কা মারে। বেসরকারি হাসপাতালে ভর্তি স্কুটার চালক। অ্যাম্বুল্যান্স চালককে আটক করেছে ঠাকরপুকুর থানার পুলিশ। 


এর আগে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু হল মুর্শিদাবাদের বড়ঞায়। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় নিয়ন্ত্রণ হারিয়ে সরকার বাস ধাক্কা মারল চায়ের দোকানে। বেহালায় অ্যাম্বুল্যান্সের ধাক্কায় আহত হলেন স্কুটার আরোহী।