সঞ্চয়ন মিত্র, কলকাতা: বকেয়া ডিএর দাবিতে একমাস ধরে চলছে শহিদ মিনার চত্বরে রাজ্য সরকারি কর্মীদের অনশন আন্দোলন। এদিন ডিএ-ধর্নামঞ্চে ফের অসুস্থ হয়ে পড়লেন অনশনরত এক আন্দোলনকারী। অসুস্থ দীপঙ্কর মুখোপাধ্যায়কে ভর্তি করা হল সল্টলেকের হার্ট ক্লিনিকে। শনিবার ৪৪তম দিনে পড়ল সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান আন্দোলন।
যত দিন গিয়েছে বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনের ঝাঁঝ তত তীব্র হয়েছে। এবার অনশন শুরু করলেন ৩ আন্দোলনকারী। আগামী ১৩ তারিখ কলকাতা পুরসভা-সহ রাজ্যের সমস্ত সরকারি অফিসে কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। কাল থেকে সরকারি অফিসগুলিতে তার প্রচার শুরু হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এ দিকে, আন্দোলনের পাশে দাঁড়িয়েছে নাগরিক সমাজ। আন্দোলনের ১৭ তম দিনে, শহিদ মিনারের পাদদেশে, ধর্নামঞ্চে যান প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন অধ্যাপক প্রদীপ দত্ত, মানবাধিকারকর্মী রঞ্জিত শূর, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল-সহ অন্যরা।
বকেয়া ডিএ-র দাবিতে গতকাল রাজ্যজুড়ে ধর্মঘট পালন করলেন সরকারি কর্মীদের একটা বড় অংশ। মহাকরণ থেকে খাদ্য়ভবন, প্রশাসনের কড়া হুঁশিয়ারি সত্ত্বেও দিনভর কার্যত ফাঁকাই রইল একাধিক দফতর। কর্মনাশা ধর্মঘটকে সমর্থন নয়। বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও ধর্মঘটীদের পাশেই দাঁড়িয়েছে সিপিএম, কংগ্রেস, বিজেপি।
বকেয়া DA-র দাবিতে ধর্মঘটের বিরুদ্ধে আরও কড়া তৃণমূল সরকার। একবার নয়, শুক্রবার সরকারি কর্মীদের হাজিরা ৪ বার খতিয়ে দেখে রিপোর্ট পাঠানোর নির্দেশ দিল নবান্ন। আজ সকালে সমস্ত জেলার DM ও সব দফতরের বিভাগীয় প্রধানদের উদ্দেশে জারি হওয়া সার্কুলারে বলা হয়েছে, সকাল পৌনে ১১টা, বেলা ১২টা, দুপুর দেড়টা ও বিকেল ৫টা, এই ৪ সময়ে, ৪ বার সরকারি কর্মীদের হাজিরার তথ্য় নিয়ে তা জানাতে হবে। যে কর্মীরা কাজে যোগ দেননি, তাঁদের অনুপস্থিতির কারণ ঠিক কী, তাও সংশ্লিষ্ট দফতরকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্য সরকার ৩ শতাংশ DA বৃদ্ধির পরও, আন্দোলন-অনশনে অনড় ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা। বকেয়া DA মেটানোর দাবিতে আজ সব সরকারি অফিসে ধর্মঘটের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। ধর্মঘটকে সমর্থন জানিয়েছে রাজ্য সরকারি কর্মীদের বামপন্থী সংগঠন কোঅর্ডিনেশন কমিটি। সমর্থন জানিয়েছে কংগ্রেসও। আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েছে বিজেপি। আর এদিনই শিক্ষায় দুর্নীতি,
রাজ্যের একাধিক স্কুল বন্ধের এবং ছাত্র সংসদ ভোট ও আনিসকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে বিধানসভা অভিযানের ডাক দিয়েছে সিপিএমের ছাত্র সংগঠন SFI।