সৌভিক মজুমদার, কলকাতা: ২ কাউন্সিলরকে খুনের (Councilors Murder) ঘটনায় আদালতের দৃষ্টি আকর্ষণ আইনজীবীর। স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের আর্জি। বিধি মেনে মামলায় দায়েরের পরামর্শ বিচারপতি রাজশেখর মান্থার। “রাজ্যে দুষ্কৃতীরাজ চলছে এবং আইনশৃঙ্খলা নেই।‘’ এই অভিযোগে আদালতের দৃষ্টি আকর্ষণ। শীঘ্রই মামলা দায়েরের সম্ভাবনা।


এদিন আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যয় বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে যান। বিচারপতির কাছে আর্জি জানিয়ে তিনি বলেন, “সম্প্রতি পানিহাটির কাউন্সিলর অনুপম দত্ত এবং ঝালদার কাউন্সিলর তপন কান্দুকে খুন করা হয়। আপনি স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।‘’  উত্তরে বিচারপতি বলেন, “বিধি মেনে মামলা দাখিল করুন। তারপর যখন শুনানি হবে তখন আদালত প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চয়ই গ্রহণ করবে।‘’


৪ বারের কাউন্সিলর। একবার পুরসভার চেয়ারম্যান। এবার তৃণমূল ঝড়ের মধ্যেও সস্ত্রীক কংগ্রেসের প্রতীকে জয়ী। বোর্ড গঠনের ঠিক আগে, খুন করা হল, ঝালদার সেই কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার পানিহাটিতে খুন তৃণমূল কাউন্সিলর। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে দুষ্কৃতী। হত্যার নেপথ্যে কারা? কারা সুপারি কিলার দিয়ে খুন করাল? সুপারি কিলারের নেপথ্যে বড় মাথা?  বোর্ড গঠনের ঠিক মুখে কেন খুন হতে হল তৃণমূল কাউন্সিলরকে? খুনের নেপথ্যে কি রাজনীতির গভীর প্যাঁচ? বিশেষ কারোর পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন অনুপম দত্ত? গত ২দিন ধরে এই সব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।


দলীয় কাউন্সিলরকে খুনের প্রতিবাদে আজ কংগ্রেসের ডাকা বনধে সর্বাত্মক সাড়া দেখা  গেল পুরুলিয়ার ঝালদায় (Jhalda)।  দোকানপাট, বাজার বন্ধ। গাড়ি ঘোড়া চলছে না। বাস চলাচলও বন্ধ। আজ সকালে কংগ্রেস (Congress) কর্মীরা ঝালদা শহরে প্রতিবাদ মিছিল করেন। পুরুলিয়ার অন্যত্রও বনধের মোটামুটি প্রভাব পড়েছে। অন্যদিকে, পানিহাটি (Panihati Murder) তৃণমূল কাউন্সিলর (Trinamool councilor ) অনুপম দত্ত খুনে আটক করা হয়েছে আরও ৩ জনকে। বারুইপুর থেকে ৩ জনকে পাকড়াও করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। কাউন্সিলর খুনে ব্যবহৃত অস্ত্র শ্যুটার অমিত পণ্ডিত কিনেছিল এই ৩ জনের কাছ থেকে। জেরায় এমনটাই জানিয়েছে ধৃত আততায়ী অমিত পণ্ডিত, দাবি পুলিশের।


আরও পড়ুন:  CPIM State Conference: নতুন সম্পাদক হওয়ার দৌড়ে কে? আজ থেকে শুরু সিপিএমের রাজ্য সম্মেলন