কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক পরিচয়ে 'প্রতারণার চেষ্টা'! খোদ পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে ফোন করে 'হুমকি'। 'টেন্ডার বাবদ ৫ কোটি ৮৮ লক্ষ টাকা চেয়ে পূর্ব রেলের জিএমকে ফোন। টাকা না দিলে ফল ভুগতে হবে বলেও হুমকি দেওয়ার অভিযোগ । হেয়ার স্ট্রিটে পূর্ব রেলের জিএমের অভিযোগ, ২জন গ্রেফতার । হরিদেবপুর থেকে ধৃত অভিযুক্ত বিভাস সরকার, সঙ্গীও গ্রেফতার। 


অন্যদিকে আরও অভিযোগ প্রতারণার। যাঁদের অপরাধ দমন করার কথা। তাঁরাই গ্রেফতার অপরাধের অভিযোগে। সরকারি চাকরি দেওয়ার নাম করে প্রতারণা চক্র চালানোর অভিযোগ ওঠে গত মাসেই। সেই চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হন খোদ পুলিশকর্মী। পুলিশের জালে ধরা পড়েছেন এক সিভিক ভলান্টিয়ারও। 


স্বাস্থ্য দফতরে চাকরি দেওয়ার নামে পুলিশকর্মীদের থেকে টাকা তোলার অভিযোগ ছিল। পুলিশকর্মীদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য দফতরে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে। এই অভিযোগেই গ্রেফতার বেনিয়াপুকুর থানার এএসআই এবং তাঁর স্ত্রী। উলুবেড়িয়া থেকে গ্রেফতার হয়েছেন ১ সিভিক ভলান্টিয়ারও। মোট ধৃতের সংখ্যা ৪। লালবাজারে অভিযোগ করার পরে গ্রেফতার অভিযুক্তরা। ধৃত সিভিক ভলান্টিয়ারের নামে সৈকত দে। গ্রেফতার হয়েছেন বেনিয়াপুকুর থানার এএসআই সঞ্জীব দেড়ে ও তাঁর স্ত্রী বর্ণালী দেড়ে।


দিন কয়েক আগে স্বচ্ছ নিয়োগের দাবিতে রাস্তায় নেমেছিলেন পুলিশে চাকরিপ্রার্থীরা।আর এবার, পুলিশের বিরুদ্ধেই উঠল চাকরির টোপ দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ। 


গ্রেফতার করা হয়েছে বেনিয়াপুকুর থানার ASI সঞ্জীব দেড়ে এবং তাঁর স্ত্রী বর্ণালীকে। বর্ণলী দেড় রাজনীতির সঙ্গে যুক্ত। ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত উলুবেড়িয়ার তৃণমূল পরিচালিত খলিসানি গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন তিনি। এখন এই পঞ্চায়েতেরই তৃণমূল কংগ্রেসের সদস্য তিনি। যদিও তাঁর সেই রাজনৈতিক পরিচয় মানতে নারাজ উলুবেড়িয়া পূর্ব তৃণমূলের সভাপতি আকবর শেখ। তাঁর দাবি, 'আমরা ওনাকে ১ বছর আগে সাসপেন্ড করেছি। প্রাক্তন প্রধান ছিলেন এক সময়।' সঞ্জীব দেড়ে ও বর্ণালী দেড়ের আইনজীবী অনুপম সেন বলেন, 'ব্যাঙ্কশাল কোর্টে তোলা হলে ২৯ তারিখ অবধি ৪ জনেরই পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।' একই অভিযোগে পুলিশের জালে লালবাজারে কর্মরত সিভিক ভলান্টিয়ার সৈকত দে এবং কার্তিক মান্না নামে আরও এক ব্যক্তি। স্বাস্থ্যদফতরে চাকরি দেওয়ার নামে একাধিক পুলিশকর্মীদের পরিবারের থেকে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে।