কলকাতা: ফোনের হঠাৎ একটা মেসেজ, লিঙ্কে ক্লিক করতেই খুইয়ে ফেললেন সর্বস্ব। এ ঘটনা এখন নতুন নয়। সাইবার প্রতারণার (Cyber Crime) জালে জড়িয়ে বিপদে পড়েছেন বহু মানুষ। শুধু লিঙ্ক নয় কখনও ওটিপি শেয়ার, কখনও ডেবিট কার্ডের নম্বর শেয়ার ইত্যাদি হাজারও কায়দায় দিনের পর দিন চলছে লুঠ। আগেও একাধিকবার সচেতনতা বার্তা দেওয়া হয়েছে। এবার ফের একবার সচেতনতার বার্তা দিয়ে নিজেদের ফেসবুকে পোস্ট দিল কলকাতা পুলিশ।
নিজেদের ফেসবুক পোস্টে কয়েকটা কার্ড শেয়ার করে কলকাতা পুলিশের তরফে বার্তা দেওয়া হয়েছে।
কী লিখল কলকাতা পুলিশ (Kolkata Police)
কলকাতা পুলিশের তরফে লেখা হয়েছে, অজ্ঞাত ব্যক্তির পাঠানো কিউআর কোড স্ক্যান করে প্রতারিত হন কলকাতার সুরেশ রায়। খুইয়েছেন ৪.৪৫ লক্ষ টাকা।
এই ঘটনার কথা উল্লেখ করে কলকাতা পুলিশের তরফ থেকে সতর্কীকরণ বার্তা দিয়ে লেখা হয়েছে,অপরিচিত ব্যক্তির কাছ থেকে টাকা পাওয়ার জন্য় QR কোড স্ক্যান করবেন না।
আরও একটি ঘটনার কথাও তাঁরা উল্লেখ করেছেন। লিখেছেন, প্রচারমূলক রিভিউ লেখার জন্য টেলিগ্রাম অ্যাপের একটি গ্রুপে যোগ দেন কলকাতা রোহিত সেন এবং প্রতারিত হয়ে হারান ৪৩ লক্ষ টাকা।
ভুয়ো ফেসবুক প্রোফাইল খুলে প্রতারণা: উল্লেখ্য কিছুদিন আগেঅ রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যর (West Bengal Police DG Manoj Malaviya) নামে ফেসবুকে ভুয়ো প্রোফাইল (Fake Facebook Profile) খুলে নিচু তলার অফিসারদের প্রতারণার অভিযোগ অভিযোগ উঠেছিল। রাজস্থানের আলওয়ার থেকে এক যুবককে গ্রেফতার করে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখা (Bidhannagar Cyber Crime Section)। ধৃতকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
খোদ রাজ্য় পুলিশের ডিজি মনোজ মালব্যর (Manoj Malaviya) নামে ফেসবুকে ভুয়ো প্রোফাইল খুলে 'প্রতারণা' করা হয়েছিল। নিচু তলার অফিসারদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে অসুবিধার কথা জানিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। রাজস্থান থেকে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখার জালে প্রতারণা চক্রের এক পাণ্ডা। বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখার একজন অফিসারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন: Arab Israel War:সংঘর্ষের ৩ মাস পার, ইজরায়েলি হামলায় লেবাননে হত হেজবোল্লার অন্যতম শীর্ষ কমান্ডার