কলকাতা: উপরি উপার্জনের লোভে সরকারি হাসপাতাল থেকে রোগীদের বেসরকারি হাসপাতালে নিয়ে যাচ্ছেন একশ্রেণির সরকারি চিকিৎসক। স্বাস্থ্যসাথী প্রকল্পের অপব্যবহার করছেন ওই অসাধু চিকিৎসকরা। গুরুতর এই অভিযোগ আনল খোদ স্বাস্থ্যভবন। প্রমাণ মিললে এই চিকিৎসকদের বিরুদ্ধে নেওয়া হবে কড়া পদক্ষেপ। ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমের বিরুদ্ধেও। নির্দেশিকা জারি করে জানাল স্বাস্থ্য দফতর।
আর এর পাশাপাশি, স্বাস্থ্য সাথী প্রকল্পে বড়সড় বদলও এনেছে রাজ্য সরকার। স্বাস্থ্য সাথী কার্ড দেখিয়ে বেসরকারি হাসপাতালে হাড়ের অস্ত্রোপচারের দিন শেষ। স্বাস্থ্য সাথীতে হাড়ের যে কোনও অস্ত্রোপচার করাতে হলে সরকারি হাসপাতালেই যেতে হবে রোগীকে। সরকারি হাসপাতালে যদি অর্থোপেডিক চিকিৎসার পরিকাঠামো না থাকে, তাহলেই একমাত্র রোগীকে বেসরকারি হাসপাতালে রেফার করা যাবে। সেক্ষেত্রে সরকারি হাসপাতালের চিকিৎসককে দিয়ে নির্দিষ্ট ফর্মে রেফারাল সার্টিফিকেট বানিয়ে নিয়ে যেতে হবে বেসরকারি হাসপাতালে। মালদা এবং মুর্শিদাবাদ জেলায় পরীক্ষামূলকভাবে প্রায় একবছর ধরে এই ব্যবস্থা চালু ছিল। এবার সেই মডেল চালু হতে চলেছে গোটা রাজ্যে। তবে পথ দুর্ঘটনায় আহতদের হাড়ের অস্ত্রোপচারকে এই তালিকার বাইরে রাখা হয়েছে।
স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার স্বাক্ষর করা নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে জেলায় জেলায়, খবর সূত্রের। স্বাস্থ্য সাথী প্রকল্পের এবং সরকারি চিকিৎসা পরিকাঠামোর উপযুক্ত ব্যবহার, দুর্নীতি এবং বেনিয়ম ঠেকাতে এই নির্দেশিকা বলে দাবি স্বাস্থ্য দফতরের।
সরকারি হাসপাতালে অর্থোপেডিক চিকিৎসার পরিকাঠামো না থাকলে, তবেই একমাত্র বেসরকারি হাসপাতালে রেফার করা যাবে রোগীকে। সেক্ষেত্রে নির্দিষ্ট ফর্মে রেফারাল সার্টিফিকেট নিয়ে যেতে হবে বেসরকারি হাসপাতালে। মালদা এবং মুর্শিদাবাদ জেলায় পরীক্ষামূলকভাবে প্রায় একবছর ধরে এই ব্যবস্থা চালু ছিল। এবার সেই মডেল চালু হতে চলেছে গোটা রাজ্যে।
এর আগে মালদা ও মুর্শিদাবাদ জেলায় বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পে হাড়ের অস্ত্রোপচারে জারি হয়েছিল নিষেধাজ্ঞা। সেই সময় স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে, মালদা ও মুর্শিদাবাদ জেলায় সরকারি হাসপাতালে অর্থোপেডিক বিভাগের পরিকাঠামো যথেষ্ট উন্নত। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে জেলা স্বাস্থ্য দফতরের অনুমতি থাকলে বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পে হাড়ের অস্ত্রোপচার করা যাবে।