South 24 Pargana: সুন্দরবনে ঘুরতে এসে লঞ্চ থেকে নদীতে পড়ে নিখোঁজ উত্তরবঙ্গের পর্যটক

South 24 Pargana News: বন্ধুদের সঙ্গে সুন্দরবনে বেড়াতে এসেছিলেন তিনি। বুধবার রাতে দয়াপুর লাগোয়া এলাকায় গোমর নদীর বুকে লঞ্চেই ছিলেন তাঁরা।

Continues below advertisement

শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: উত্তরবঙ্গ (North Bengal) থেকে সুন্দরবনে (Sundarban) বেড়াতে এসে, লঞ্চ থেকে নদীতে পড়ে নিখোঁজ এক পর্যটক। নিখোঁজ পর্যটকের নাম প্রসেনজিৎ গোস্বামী। তিনি আলিপুরদুয়ার জেলার কামাখ্যাপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, বন্ধুদের সঙ্গে সুন্দরবনে বেড়াতে এসেছিলেন তিনি। বুধবার রাতে দয়াপুর লাগোয়া এলাকায় গোমর নদীর বুকে লঞ্চেই ছিলেন তাঁরা। স্থানীয় সূত্রে খবর, আচমকা লঞ্চ থেকে পড়ে যান তিনি। নিখোঁজ (Missing) পর্যটকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ (Police) ও স্থানীয়রা।

Continues below advertisement

আগেও ঘুরতে এসে মৃত্যু হয়েছিল পর্যটকের

গত মাসে বেড়াতে এসে অস্বাভাবিক মৃত্যু হয়েছিল এক পর্যটকের। পুলিশের ধারণা, আত্মঘাতী (Suicide) হয়েছেন রাজেশ ঘোষ। বুধবার দুপুর আড়াইটে নাগাদ নিউ দিঘার (New Digha) একটি হোটেলে ঘটনাটি ঘটে। কিন্তু বাগনানের বাসিন্দা ওই তরুণ কেন এমন পথ বাছলেন সেটা এখনও স্পষ্ট নয়।

কী ঘটেছিল:
বছর বাইশের রাজেশ দিঘায় (Digha) বেড়াতে এসেছিলেন। সঙ্গে ছিলেন স্ত্রী, মাসতুতো বোন ও ভগ্নিপতি। নিউ দিঘার অমরাবতী পার্কের একটি হোটেলে  ওঠেন সকলে। তার পর কী থেকে কী হয়ে গেল, এখনও ঠাওর করতে পারছে না পরিবার। ধন্দে পুলিশও। আপাতত ময়নাতদন্তের (Post Mortem) জন্য কাঁথি মহকুমা হাসপাতালে দেহটি পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে দীঘা মোহনা কোস্টাল থানায়।
কিন্তু গোটা ঘটনাটি যে ভাবে ঘটেছে, তাতে বিস্ময়ের ঘোর কাটছে না আশপাশের অনেকেরই। পুলিশ সূত্রে খবর, স্ত্রী সকালে বেরোতে চাইলেও হোটেলছাড়া হননি রাজেশ। দুপুরনাগাদ হোটেলের বাথরুমে স্নান করতে যান স্ত্রী। ঠিক তখনই ওই ঘটনা। যা জানা গিয়েছে তাতে পুলিশের ধারণা, বাইরে থেকে বাথরুমের দরজা বন্ধ করে ঘরের ভিতরের সিলিং ফ্যান থেকে ঝুলে পড়েন রাজেশ। দেহের ভারে সিলিং ফ্যান ভেঙে খাটের উপর পড়ে যায়। 

আরও পড়ুন: দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের

Continues below advertisement
Sponsored Links by Taboola