বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: এ বার পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় পড়ল আম আদমি পার্টির (Aam Aadmi Party) পোস্টার। মিসড কল দিয়ে সদস্য হওয়ার আহ্বান জানিয়েছে কেজরিওয়ালের (Arvind Kejriwal) দলের। যদিও পোস্টারের নেপথ্যে তৃণমূলের (TMC) হাত দেখছে বিজেপি (BJP)। অভিযোগ উড়িয়ে আপের পোস্টার গুরুত্ব দিচ্ছে না তৃণমূল।


দিল্লি, পঞ্জাবের পর বাংলায় নজর আপ-এর


দিল্লি, পাঞ্জাব দখলের পর, এ বার আম আদমি পার্টির নজরে ২০২৩-এ বাংলার পঞ্চায়েত ভোট (WB Panchayat Election 2023)। কয়েক দিন আগে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে কলকাতায় পথে নামে আম আদমি পার্টি। এবার পূর্ব মেদিনীপুরেও (Purba Medinipur)  দেখা গেল আপের তৎপরতা। অগাস্ট মাসে শেষ হচ্ছে হলদিয়া পুরসভার মেয়াদ। তার আগে শিল্পনগরী জুড়ে পড়ল আম আদমি পার্টির পোস্টার।


মেয়াদ শেষের আগে হলদিয়া পুরসভার সামনে এভাবে পোস্টার পড়েছে। হলদিয়ার বিভিন্ন জায়গায় সদস্য সংগ্রহের কথা বলা হয়েছে। আপের সদস্য হতে একটি নির্দিষ্ট নম্বরে মিসড কল দেওয়ারও আবেদন জানানো হয়েছে। পূর্ব মেদিনীপুরে আম আদমি পার্টির মুখপাত্র সুব্রত শাহু বলেন, "শিক্ষিতদের যাতে কর্মসংস্থান হয় তার জন্য পূর্ব মেদিনীপুরের সঙ্গে রাজ্য জুড়ে পোস্টার দিচ্ছি। আহ্বান জানাচ্ছি যাতে সংগঠন মজবুত হয়।"


আরও পড়ুন: High Court: দময়ন্তী সেনের নজরদারিতে চার ধর্ষণ মামলার তদন্ত, নির্দেশ কলকাতা হাইকোর্টের


এর পিছনে শাসকদলের মদত রয়েছে বলে অভিযোগ বিজেপি-র। যদিও তৃণমূল তাতে গুরুত্ব দিতে নারাজ। বিজেপি-র তমলুক সাংগঠনিক জেলা সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, "এটা তৃণমূলের অভিনব কৌশল। আপকে সামনে রেখে বিজেপিকে রোখার চেষ্টা। বিজেপিকে ঠেকাতে তৃণমূল ওদেরকে আনছে।"


গুরুত্ব দিতে নারাজ তৃণমূল


এর পাল্টা হলদিয়া পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সুধাংশু মণ্ডল বলেন, "অন্য কোনও দলে ঠাঁই পায়নি, তেমন কেউ হয়ত পরিকল্পিতভাবে পোস্টার দিচ্ছে। এ নিয়ে ভাবার কিছু নেই। এর কোনও প্রভাব পড়বে না।"


২০২১ সালের  বিধানসভা নির্বাচনে হলদিয়া বিধানসভায় জয়লাভ করে বিজেপি।  অন্য দিকে, বিধানসভা ভোটের নিরিখে হলদিয়া পুরসভার ২৯টি ওয়ার্ডের মধ্যে মাত্র তিনটিতে এগিয়ে ছিল তৃণমূল। এই প্রেক্ষিতে পুরভোটের আগে হলদিয়াজুড়ে আপের পোস্টার ঘিরে তৈরি হয়েছে জল্পনা।