জলপাইগুড়ি: নির্বাচনী প্রচার হোক  বা সাধারণ জনসংযোগ অনুষ্ঠান, সময়ে সময়ে পৃথক উত্তরবঙ্গের দাবিকে সমর্থন করতে দেখা গিয়েছে বিজেপি (BJP) নেতাদের। কিন্তু দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই অখণ্ড বাংলার পক্ষেই সওয়াল করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর সাফ কথা, "উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বলে কিছু নেই। একটাই বঙ্গ, পশ্চিমবঙ্গ।"


জলপাইগুড়িতে অখণ্ড বাংলার পক্ষে সওয়াল অভিষেকের


রবিবার জলপাইগুড়িতে (Jalpaiguri News) সভা করেন অভিষেক। সেখানেই অখণ্ড বাংলার পক্ষে মুখ খোলেন তিনি। এ দিন অভিষেক বলেন, "উত্তরবঙ্গ কথাটা নিয়ে আমার আপত্তি আছে। কোনও উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ নয়, কোচবিহার থেকে দেগঙ্গা-কাকদ্বীপ একটাই বঙ্গ, তার নাম পশ্চিমবঙ্গ। আর কোনও বঙ্গ নয়। বিজেপি আর সিপিএম-এর কিছু নেতাদের গায়ে জ্বালা ধরেছে। বলছিলেন, অভিষেক বলে গেল, আর দেখা পাওয়া যাবে না। আমি যা বলি, বুক ঠুকে বলি। বলেছিলাম দু'মাস পর আসব। দু'মাস পূর্ণ হয়নি, আমি আবার এসেছি।"


আরও পড়ুন: Purba Medinipur: 'ববি, ভাইপোর চাচা বলছে, ব্যবসায়ীদের ভয় দেখানো হচ্ছে', নন্দীগ্রামের সভায় আক্রমণ শুভেন্দুর


সামনের বছর পঞ্চায়েত নির্বাচন। কিন্তু এ দিনের সভা রাজনৈতিক সমাবেশ নয়, বরং মনের কথা বলতেই জলপাইগুড়ি এসেছেন বলে জানান অভিষেক। তাঁর কথায়," এই সমাবেশ রাজনৈতিক নয়, আমার কথা রাখার সমাবেশ। বলুন, আজকের এই সমাবেশ কি রাজনৈতিক? ভোটের সময় যারা আসে বহিরাগতরা, পরিযায়ী পাখির মতো, আর ভোটের পর তাদের দেখতে না পান, তাঁদের উপর আশা-ভরসা রাখবেন। আমি ১২ জুলাই ধূপগুড়ি এসেছিলাম, বলেছিলাম ২ মাসে আসব।"


'যা বলি বুক ঠুকে বলি', বিজেপি-সিপিএম-কে কটাক্ষ করে বললেন অভিষেক


জলপাইগুড়ির সভা থেকে চা শ্রমিকদের পাশে থাকার বার্তাও দেন অভিষেক। তিনি বলেন, "তৃণমূল ও INTTUC শেষ রক্তবিন্দু দিয়ে চা শ্রমিকদের নিয়ে সোচ্চার হব, যেখানে যা দরকার হবে, পাশে দাঁড়াব। অনেকের মধ্যেই ধারণা তৈরি হয়। কিন্তু ট্রেড ইউনিয়নের নেতারা কেন দাবি দাওয়া নিয়ে সরব হচ্ছেন না? কালকের সমাবেশে আপনারা পিএফ গ্রাচুইটি নিয়ে সমস্যার কথা বলেছেন, সে সব আমার কানে এসেছে। পানীয় জলের সমস্যার কথা বলেছেন, মজুরির কথা বলেছেন, সেগুলি কানে এসে পৌঁছেছে। একদিকে দার্জিলিং হিল...ওই দিকে উত্তর দিনাজপুর, প্রায় সাড়ে ৩ লক্ষ চা শ্রমিক এই সমাবেশের সঙ্গে যুক্ত রয়েছেন। কেউ সোশ্যাল মিডিয়ায় বা টিভিতে দেখছেন।"


এ দিন বড় স্ক্রিন গালিয়ে অভিষেকের বক্তব্য শোনার ব্যবস্থা করা হয়েছিল বিভিন্ন জায়গায়। তাঁর বার্তা যাতে সকলের কাছে পৌঁছয়, তার জন্য অভিষেক বলেন, "আলিপুরদুয়ারের কালচিনি, নাগরাকাটা...ফালাকাটা, যে সমস্ত জায়গায় স্ক্রিন লাগিয়ে দেখছেন...আমি সকলকে বলতে চাই, আপনাদের দাবি আমাদের দাবি। আপনারা দীর্ঘ কয়েক বছর ধরে যা আওয়াজ তুলছেন, তা নিয়ে যত দূর যাওয়ার তত দূর যাব।"