কলকাতা: দেশের নাম ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। সংবিধানে 'ভারত' এবং 'India' এর উল্লেখ থাকলেও, বিজেপি-র তরফে সবকিছু সরিয়ে দিয়ে, দেশের নাম শুধুমাত্র 'ভারত' রাখার দাবি উঠছে। এহেন পরিস্থিতিতে এবার ট্যুইটারে গেরুয়া শিবিরকে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। 






 ইন্ডিয়া বনাম ভারত, BJP-র তৈরি করা বিভ্রান্তি : অভিষেক


অভিষেক ট্যুইট করে লিখেছেন, 'ইন্ডিয়া বনাম ভারত, বিজেপির তৈরি করা একটা বিভ্রান্তি। চলুন আমরা মূল্যবৃদ্ধি, বেকারত্ব, সীমান্ত সমস্যা ও সাম্প্রদায়িক অশান্তির বিরুদ্ধে সরব হই।' ভারতের সংবিধানে দেশের নাম হিসেবে ‘ভারত’ এবং ‘India’, দুইয়েরই উল্লেখ রয়েছে। তাই কেনই বা একটিকে বাদ দিতে হবে, কেনই বা যে কোনও একটিকে রাখতে হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। মূলত, ইংরেজি অক্ষরে ব্যবহৃত ‘India’ বাদ দিয়ে, সব ভাষাতেই শুধু  ‘ভারত’ ব্যবহারের দাবি তুলছে বিজেপি এবং তাঁদের সমর্থকরা। তবে সেখানেই তীব্র আপত্তি তুলেছেন বিরোধী শিবিরের রাজনীতিকরা। 


 প্রধানমন্ত্রী ইন্ডিয়া জোটকে ভয় পেয়েছেন : অধীর


প্রসঙ্গত, একদিকে সদ্য বিরোধী জোটের নাম রাখা হয়েছে I.N.D.I.A যা নিয়ে ইতিমধ্যেই বিতর্কের শেষ নেই। মূলত বছর পার হলেই লোকসভা নির্বাচন। আর তার আগেই একদিকে বিরোধী জোটের নাম,এবং পাশাপাশি দেশের নাম নিয়ে কার্যতই বিতর্কের ঝড়। স্বাভাবিকভাবেই গেরুয়া শিবিরের এই দাবিতে জল ঢেলেছেন বিরোধীরা। 'প্রধানমন্ত্রী ইন্ডিয়া জোটকে ভয় পেয়েছেন, সেই কারণেই দেশের নাম বদল করতে চাইছেন', তোপ দেগেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরীও।


আরও পড়ুন, 'দরকারে রাজভবনের সামনে ধর্না দেব..', উপাচার্য নিয়োগ ইস্যুতে রাজ্যপালকে নিশানা মমতার


'ভারত' বনাম 'India'


জি-২০ সম্মেলনের প্রাক্কালে ইংরেজি ভাষায় ছাপা রাষ্ট্রপতির নিমন্ত্রণপত্র থেকে সরকারি পুস্তিকা, পাশাপাশি সাংবাদিকদের প্রবেশপত্রেও ‘India’-র পরিবর্তে দেশের নাম ‘ভারত’ লেখা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইন্দোনেশিয়া সফর এবং আসিয়ান সম্মেলনেরর ঘোষণাপত্রেও একই পথ অনুসরণ করা হয়েছে কেন্দ্রের তরফে। চলতি মাসের বিশেষ অধিবেশনে সংসদে সেই নিয়ে বিল পেশ করা হতে পারে বলে শোনা যাচ্ছে। এর সপক্ষে প্রচারও শুরু হয়ে গিয়েছে বিজেপি-র তরফে।