শুভেন্দু চক্রবর্তী, কোচবিহার: পঞ্চায়েত ভোটের আগে টানা ২ মাস জনসংযোগ যাত্রা। ২৪ এপ্রিল থেকে কোচবিহারে এই যাত্রা শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, ওইদিন রাতে দিনহাটায় কর্মীদের সঙ্গে তাঁবুতে থাকবেন অভিষেক। পরের দিন সাহেবগঞ্জ, গোসানিমারি ও শীতলকুচি, এই তিনটি জায়গায় রোড শো করে পৌঁছে সভা করবেন তিনি। ২৫ এপ্রিল মাথাভাঙা কলেজ ময়দানে কর্মীদের সঙ্গে তাঁবুতেই রাত কাটাবেন অভিষেক। ২৬ এপ্রিল মাথাভাঙা থেকে রোড শো করে কোচবিহার ২ নম্বর ব্লকে জনসভা করবেন। এরপর চিলাখানায় সভা রয়েছে। ২৬ তারিখই তুফানগঞ্জ শহরের এসএসও ময়দানে তাঁবু খাটিয়ে রাত্রিবাস। পরের দিন সকালে রোড শো করে রওনা দেবেন আলিপুরদুয়ারের উদ্দেশে। অভিষেকের জনসংযোগ যাত্রা নিয়ে ইতিমধ্যেই তৃণমূলের তরফে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে কোচবিহার জেলায়।


এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি অভিষেককে দায়িত্ব দিয়েছি, ও যেহেতু অল ইন্ডিয়া তৃণমূলের জেনারেল সেক্রেটারি, এই প্রচণ্ড গরমের মধ্যেও, দুমাস, আমি ওকে মানা করেছিলাম, এই গরমের মধ্যে কী করে করবি? কর্মীদের কষ্ট হবে। ওরা ডিসিশন নিয়েছে সংযোগ যাত্রা করবে। ২৫ এপ্রিল থেকে শুরু। ২ মাস চলবে।


বুধবার নেত্রীর ঘোষণা, বৃহস্পতিবার থেকে অভিষেকের জনসংযোগ যাত্রার প্রস্তুতি শুরু। পঞ্চায়েত ভোটের আগে নানা ক্ষেত্রে উঠছে দুর্নীতির অভিযোগ। জেলবন্দি তিন বিধায়ক। ঠিক সেই সময় রাজ্যজুড়ে জনসংযোগ যাত্রার কৌশল নিয়েছে তৃণমূল। বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত উত্তরবঙ্গ থেকে সেই সফর শুরু করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 


গত লোকসভা ভোট ও বিধানসভা ভোটের নিরিখে তৃণমূলের অন্যতম শক্ত হার্ডল কোচবিহার জেলা। ২৫ এপ্রিল সেই কোচবিহার থেকেই তাঁর জনসংযোগ যাত্রা শুরু করতে চলেছেন অভিষেক। তৃণমূল সূত্রে খবর, ২৪ তারিখই কোচবিহার শহরে পৌঁছবেন দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। রাতে দিনহাটায় কর্মীদের সঙ্গে তাঁবুতে থাকবেন তিনি। 


জনসংযোগ যাত্রা কর্মসূচি ঘিরে কোচবিহার জেলা তৃণমূলে তৎপরতা তুঙ্গে। তৃণমূল সূত্রে খবর, ২ দিনে কোচবিহার জেলায় ৬টি জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৫ এপ্রিল সাহেবগঞ্জ, গোসানিমারি ও শীতলকুচি, এই তিনটি জায়গায় রোড শো করে সভা করবেন তিনি। ২৫ এপ্রিল মাথাভাঙা কলেজ ময়দানে কর্মীদের সঙ্গে তাঁবুতেই রাত কাটাবেন অভিষেক।  পরের দিন, মাথাভাঙা থেকে রোড শো করবেন। ২৬ এপ্রিল কোচবিহার ১ নম্বর ব্লকের সাতমাইল, কোচবিহার ২ নম্বর ব্লকের কাকড়িবাড়ি ও তুফানগঞ্জের চিলাখানায় জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।  


ওই দিন তুফানগঞ্জ শহরের এসএসও ময়দানে তাঁবুতে দলীয় কর্মীদের সঙ্গে রাত্রিবাস করবেন। ২৭ এপ্রিল  সকালে রোড শো করে রওনা দেবেন বিজেপির আরেক শক্ত ঘাঁটি আলিপুরদুয়ার জেলার উদ্দেশে। দলীয় সূত্রে খবর, যাঁরা পঞ্চায়েতে দাঁড়াতে চান, তাঁদের আবেদনপত্রও নেবেন অভিষেক। 



ঐক্যবদ্ধ ভারত গড়ার লক্ষ্যে, দাক্ষিণাত্যের কন্যাকুমারী থেকে উত্তরের জম্মু-কাশ্মীর পর্যন্ত, সাড়ে ৩ হাজার কিলোমিটার দীর্ঘ ভারত জোড়ো যাত্রা করেছেন রাহুল গাঁধী। '২৪-এর লোকসভা ভোটের আগে তাঁর সেই দীর্ঘ পদযাত্রা জাতীয় রাজনীতিতে আলোড়ন ফেলে দেয়।   এবার বাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা ঘিরে তাল ঠুকছে তৃণমূল।