কলকাতা: যত এগিয়ে আসছে পঞ্চায়েত ভোট (Panchayat Election) ততই বাড়ছে উত্তাপ। ডায়মন্ড হারবারে (Diamond Harbour) এদিন এমপি কাপের উদ্বোধন করতে গিয়ে ফের উত্তাপ কিছুটা বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কথায়। এদিনের মঞ্চ থেকে হুঁশিয়ারির সুরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "বিরোধীদের কীভাবে গণতান্ত্রিকভাবে পুঁতে দিতে হয় জানা আছে"।                                     


তিনি এও বলেন, "ডায়মন্ড হারবার আজ দেশের কাছে মডেল। কোভিড নিয়ন্ত্রণ থেকে উন্নয়ন, এক নম্বরে ডায়মন্ড হারবার। রাজনীতির ময়দানে রাজনীতি হবে, খেলার মাঠে খেলা। বিরোধীদের কীভাবে গণতান্ত্রিকভাবে পুঁতে দিতে হয় জানা আছে।"                                                                                                                                                                                    


এদিকে এর আগে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেই শোনা গিয়েছিল 'শান্তি' সুর। কাঁথির সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, ভোট হবে অবাধ ও শান্তিপূর্ণ। অবশ্যই লক্ষ্যে ছিলেন বিরোধীরা। কারণ এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, "১৬ সালের পর ভাইপো বাহিনী ভোট করতে দেয়নি। নমিনেশন করতে দেয়নি। এবার খেলাটা দেখাব। গ্রামে প্রার্থী ঠিক করতে পারবেন তো? নমিনেশন করিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের।" এরপর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পাল্টা বলেছিলেন, "পঞ্চায়েত ভোট অবাধ ও শান্তিপূর্ণ হবে। যারা প্রতিদ্বন্দ্বিতা করতে চায় না, তারা টালবাহানা করে বেড়াচ্ছে।" 


আরও পড়ুন, ‘স্বচ্ছতার স্বার্থে ওএমআর শিটের দুটো কপি থাকবে’, এবছর পরীক্ষায় নতুন কী কী থাকছে জানাল পর্ষদ?


অভিষেক বন্দ্যোপাধ্যায় এও বলেন, "বুক চিতিয়ে লড়াই করছি, কত ক্ষমতা এসো দেখি। যে সংখ্যায় মানুষ সভায় রয়েছে, এরা ভোট দিলে খুঁজে পাওয়া যাবে না।" চ্যালেঞ্জ-পাল্টা চ্যালেঞ্জে একে অপরকে কড়া টক্কর দিচ্ছেন সব দলের নেতারা। কিন্তু, শেষ অবধি ভোটের বাক্সে সবাইকে টেক্কা দেবে কে? সেটা বোঝা যাবে পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের পরই।