কৃষ্ণেন্দু অধিকারী ও সৌমিত্র রায়, কলকাতা : লোকসভা ভোটের সময় কোন নেতার পারফরম্য়ান্স কেমন ছিল, তা নিয়ে কাটাছেঁড়া শুরু করেছে তৃণমূল। সূত্রের দাবি, তৃণমূলের তরফে দলের সাংসদ-বিধায়ক থেকে জনপ্রতিনিধিদের কাছে একটি ফর্ম পাঠানো হয়েছে। সেখানে রয়েছে নানা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকটা কর্পোরেট অফিসের বছর শেষে পারফর্ম্যান্স অ্যাসেসমেন্টের স্টাইলে। জানতে চাওয়া হয়েছে, দলের কোনও নেতার বিরুদ্ধে কোনও অভিযোগ আছে কিনা? যেখানে দল পিছিয়ে পড়েছে, সেখানে কেন মানুষ ভোট দেননি? নেতৃত্বের এবার খাতায় কলমে জানতে চাইছে সে-কথা।
আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা কেছিলেন, ' দল কিন্তু ফলের পর কার কী ভূমিকা ছিল সেটা খতিয়ে দেখবে, পর্যালোচনা করে দেখবে। গায়ে-গতরে আপনি যে পরিশ্রম আপনার নির্বাচনে করেন, সেই পরিশ্রম প্রত্য়েকটা নির্বাচনে করতে হবে।'
যা বলেছিলেন, তাই করলেন অভিষেক। এবার খাতায় - কলমে দিতে হবে জবাব । কী জানতা চায় পার্টির হাইকমান্ড ? তৃণমূলের তরফে দলের সাংসদ-বিধায়ক থেকে জনপ্রতিনিদের কাছে একটি ফর্ম পাঠানো হয়েছে। সেখানে লোকসভা নির্বাচনের ফল নিয়ে তাঁদের দিতে বলা হয়েছে মতামত। জানতে চাওয়া হয়েছে,
- কোন নেতা নির্বাচনে কী কাজ করেছেন?
- কারও বিরুদ্ধে কোনও অভিযোগ আছে?
- যেখানে দল পিছিয়ে পড়েছে, সেখানে কোন কারণে মানুষ ভোট দেননি?
- এছাড়াও জানতে চাওয়া হয়েছে, কোন নেতা লোকসভা নির্বাচনে সেভাবে কাজ করেননি।
কী বলছে তৃণমূল নেতারা ? - 'আমাদের ওপরে ভোটকৌশলীরা ছিলেন। ভোটকৌশলীরা যেভাবে আমাদেরকে পরিচালনা করেছেন, আমরা ওইভাবেই পরিচালিত হয়েছি' বলছেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী
- 'সকলের কাছ থেকে একটা মতামত নিয়ে, সংগঠন, কোথাও কোনও ক্ষয়ক্ষতি থাকলে সেটা মেরামতি করা যায়, তার একটা প্রক্রিয়া দলের মধ্য়ে চলছে।' বলছেন কুণাল ঘোষ
- 'লোকাল নির্বাচনে দিনরাত এক করে কাজ করব, আর অন্যের ভোটে গা ছাড়া দেব , এই জিনিসটা পার্টির পক্ষে সুখকর নয়, এটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন।' বলছেন জয়প্রকাশ ।
এখন প্রশ্ন হল, রেজাল্ট আউটের পর কার মাথায় 'মুকুট' উঠবে? কে পাবে 'ঘরশত্রু বিভীষণে'র তকমা? কিংবা কে 'লোকসভার ব্য়র্থ নেতা' চিহ্নিত হবে? পারফরম্য়ান্স বিচারের এই যে প্রক্রিয়া তা কি তৃণমূলের অন্দরে সবাই মন থেকে মনে নিচ্ছেন? যেখানে তৃণমূল হেরেছে কিংবা পিছিয়ে পড়েছে তার দায় কি সেখানকার সংশ্লিষ্ট নেতারা মাথা পেতে নেবেন? পারফর্ম অর পেরিশ...কড়া কর্পোরেট লাইনে কি শেষ অবধি হাঁটতে পারবে তৃণমূল? ২০২৬-এ রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে কী তৃণমূলে কোনও বড়সড় রদবদল হবে, তাই নিয়েই এখন জোর জল্পনা।
আরও পড়ুন
জমা জলে মৃত্যুফাঁদ, বাবার চোখের সামনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মেয়ের