কলকাতা: ফের বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আগামী পাঁচ রাজ্যের ভোটের ফল নিয়েও আগাম ভবিষ্যদ্বাণী করলেন তিনি। 


ট্যুইট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিজেপির শেষের শুরু হয়ে গিয়েছে। আসন্ন ৫ রাজ্যের নির্বাচনে সবকটিতেই হারবে বিজেপি। মানুষ বুঝে গেছে, বিজেপি সারা দেশে কী ভাবে সামাজিক-রাজনৈতিক ক্ষেত্র নষ্ট করছে। মানুষের ভালবাসায় বাংলায় জনসংযোগ যাত্রা, জনজোয়ারে পরিণত হয়েছে।' পঞ্চায়েত ভোটের ফল নিয়ে মন্তব্য করেছেন তিনি। অভিষেকের আশা, 'মানুষের সমর্থনে আমি নিশ্চিত পঞ্চায়েত ভোটে তৃণমূল অসাধারণ ফল করবে।'ট্যুইট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।






পূর্ব মেদিনীপুরের সফরের তৃতীয় দিনে চন্ডীপুর থেকে নন্দীগ্রাম পর্যন্ত পদযাত্রা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ শুভেন্দু অধিকারীর ডেরায় পদযাত্রা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চণ্ডীপুর থেকে শুরু হবে নন্দীগ্রাম চলো কর্মসূচি। প্রায় ১৯ কিলোমিটার পদযাত্রা শেষ হবে নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে। তৃণমূল সূত্রে খবর, মোট ২৭টি গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে দিয়ে যাবে এই পদযাত্রা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার পাশাপাশি, চায়ের আড্ডা এবং এর ফাঁকেই জনসংযোগ সারবেন অভিষেক। দেখা করবেন নন্দীগ্রাম আন্দোলনের শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে। এর আগে তৃণমূলের জনসংযোগ যাত্রায় কোনও জেলায় এমন মিছিল করতে দেখা যায়নি অভিষেককে। সেক্ষেত্রে শুভেন্দু-গড়ে এই পদযাত্রা এই সময়ে বিশেষ ইঙ্গিতবাহী বলে মনে করছে রাজনৈতিক মহল। 


পাল্টা বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের কটাক্ষ, 'রাজ্যের উন্নয়নের কথা বলুন। রাজ্যের পরিকাঠামো কীভাবে উন্নত করবেন সেকথা বলুন। বিজেপির কথা কেন বলছেন? উনি শুভেন্দু-হার্ডলকে টপকাতে পারছেন না। উনি বিজেপির হারের কথা ভাবছেন কেন? কীভাবে ভোট হয় সেটা পশ্চিমবঙ্গের মানুষ জানেন। মানুষ যেটা ঠিক করছেন সেটা করবেন। তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী, খুব বেশি দেরি নেই।'


শুভেন্দু-গড় যখন পা রাখতে চলেছেন অভিষেক তখন তাঁর নিরাপত্তার বহর নিয়ে ফের প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর তোপ, 'নবজোয়ারের নিরাপত্তায় দিনে ১ কোটি টাকা খরচ। থানা ফাঁকা করে নবজোয়ারের নিরাপত্তায় মোতায়েন পুলিশ। রাজ্যে আইনশৃঙ্খলার অবনতির মধ্যে কীভাবে থানা ফাঁকা?'


আগেও তিনি বলেছিলেন, 'প্রধানমন্ত্রীর নিরাপত্তা দেয় স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি। এটাকেই দেশের সর্বোচ্চ নিরাপত্তা ভেবে থাকলে ভুল ভাবছেন। ভাইপো প্রোটেকশন গ্রুপের দিকে তাকান। মুখ্যমন্ত্রীর ভাইপোর নিরাপত্তায় একদিনে ২ হাজার ২৪৫ জন পুলিশ কর্মী মোতায়েন। সারা বিশ্বের রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে তুলনা করা যেতে পারে। বাংলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির লাগাতার অবনতি হচ্ছে। গতমাসেই বিস্ফোরণে মহিলা-শিশু সহ  বহু প্রাণহানি হয়েছে। রাজনৈতিক খুন সহ অসংখ্য হত্যাকাণ্ড ঘটছে, মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। দক্ষিণবঙ্গের থানাগুলি প্রায় খালি, একজনের রাজনৈতিক সফরের রাস্তা পাহারা দিচ্ছে পুলিশ। স্বরাষ্ট্র দফতর সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয়। তাদের অগ্রাধিকার শুধুমাত্র একজনের নিরাপত্তা।'


অভিষেককে লাগাতার আক্রমণ করেছেন শুভেন্দু। নিয়োগ দুর্নীতিতে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু- গ্রেফতার হওয়ার পরেই অভিষেককে চ্যালেঞ্জ জানিয়ে শুভেন্দু বলেছিলেন, 'পারলে কাকুকে বাঁচান'। তারই পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন অভিষেকও। তিনি বলেন, 'আগামী দিনে এই সিবিআই-ই ব্যবস্থা নেবে, জেলে যেতেই হবে। বিজেপি ক্ষমতাচ্যুত হওয়ার একমাসেই হাতকড়া পরিয়ে জেলে ঢোকাব। বিচারব্যবস্থা নিরপেক্ষ হলে একমাসের মধ্যে জেলে যাওয়া আটকাতে পারবে না।' খেজুরির সভা থেকে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।'


আরও পড়ুন: Appetite: খাবার দেখলেই অনীহা? একেবারেই নেই খিদে? প্রতিদিন সহজ কিছু নিয়ম মেনে চললে সমাধান হবে সমস্যার