নয়াদিল্লি: যানজট কমিয়ে যাতায়াতে গতি আনতে আগামী বছর শেষ হওয়ার আগেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-নির্ভর ট্র্যাফিক ব্যবস্থা চালু হয়ে যাবে রাজধানীতে। ASSOCHAM-র সপ্তম সড়ক নিরাপত্তা সংক্রান্ত কনফারেন্সে দিল্লির স্পেশ্যাল কমিশনার অফ পুলিশ (ট্র্যাফিক) সুরিন্দর সিংহ যাদব জানান, Intelligent Traffic Management System টি পুরোপুরি চালু হতে আরও দেড় বছর সময় লাগবে। এর জন্য ১৪০০ কোটি টাকা খরচ হচ্ছে, আরও জানান তিনি।
আর কী জানা গেল?
সুপ্রিম কোর্টের গড়ে দেওয়া একটি বিশেষ কমিটির সদস্য সুরিন্দর সিংহ যাদব। তিনি জানালেন, রাজধানীতে যান চলাচল মসৃণ করতে প্রযুক্তিনির্ভর নতুন সিস্টেম তৈরির ব্যাপারে চেষ্টা চালাচ্ছেন তাঁরা। সুরিন্দরের কথায়, 'আপৎকালীন করিডোর এবং আপৎকালীন পরিষেবার ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করে কী ভাবে যান চলাচল আরও মসৃণ করা যায়, সেই নিয়েই পরীক্ষা-নিরীক্ষা চলছে আমাদের। আমাদের ট্র্যাফিক কন্ট্রোল রুম এবং অ্যাম্বুল্যান্স চলাচলের মধ্য়ে কী ভাবে সমন্বয় আনা যায়, সেটাও দেখছি আমরা।'
ITMS কী?
Intelligent Traffic Management System আসলে এমন একটি প্রযুক্তি যা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ব্যবহার করে ট্র্যাফিকের রিয়েল টাইম খোঁজখবর পেতে পারে। প্রশাসনের আশা, এর ফলে রাজধানী শহরের যান চলাচল ব্যবস্থা আমূল বদলে যেতে পারে। সবচেয়ে বড় কথা, এই প্রযুক্তি চালু হয়ে গেলে গোটা প্রক্রিয়ায় মানুষের ভূমিকা অনেকটাই কমে আসবে। দিল্লি পুলিশের এই কর্তার আশা, যে ভাবে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতি বাড়ছে তাতে পথ নিরাপত্তার দিকে বাড়তি জোর দিচ্ছে প্রশাসন। সুরিন্দর সিংহ যাদব বললেন, 'দিল্লিতে প্রায় আড়াই হাজার সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রতি মাসে গড়ে রেড লাইট এবং ওভারস্পিডিং জাতীয় প্রায় সাড়ে তিন লক্ষ ট্র্যাফিক আইন লঙ্ঘনের ঘটনা ঘটে।' তাঁর মতে, গাড়ির মালিকদেরও আরও বেশি করে সতর্ক হতে হবে। এই প্রসঙ্গেই দিল্লি পুলিশের ওই কর্তার দাবি, কোনও রাস্তায় গাড়ির কতটা চাপ থাকে, গড়ে কতটা জোরে সেখান দিয়ে গাড়ি চলাচল করে, কত জন পথচারী সেই রাস্তা দিয়ে যাতায়াত করেন ইত্যাদি বিষয়ে সমীক্ষা করা হচ্ছে। ওই সমীক্ষায় geographic information systems-ও থাকবে যা কিনা কোনও নির্দিষ্ট এলাকায় কতটা ট্র্যাফিক চলাচল হবে, তার পূর্বাভাস দেবে। যে ভাবে সড়ক দুর্ঘটনা ঘটে চলেছে, তাতে যান চলাচলের বিষয়টি নিয়ে সবিশেষ চিন্তায় প্রশাসন। সেখান থেকেই এই আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স নির্ভর ট্র্যাফিক নিয়ন্ত্রণের ভাবনা।
আরও পড়ুন:ত্বকের যত্নে বছরভর কোন কোন প্রাকৃতিক উপকরণ ব্যবহার করতে পারেন?