কলকাতা: বিরোধীদের ফোনে ইজরায়েলি স্পাইওয়্যার বসিয়ে আড়িপাতার অভিযোগ উঠেছিল। তা নিয়ে একযোগে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছিল সব দল। পঞ্চায়েত নির্বাচনের আগে (Panchayat Elections 2023) ফের পেগাসাস (Pegasus Spyware) বিতর্ক উঠে এল তৃণমূলের (TMC) সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই নিয়ে বঙ্গ বিজেপি-কে (BJP) তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন অভিষেক। তাঁর ফোনে আড়ি পেতেও বিজেপি নির্বাচনে জিততে পারল না বলে মন্তব্য করলেন।
রবিবার কলকাতা বিমানবন্দরের বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অভিষেক। সেখানেই বিজেপি-কে কটাক্ষ ছুড়ে দেন। পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ উঠলে অভিষেক বলেন, পেগাসাস করেছে। আমার মোবাইল ট্যাপ করে। সুপ্রিম কোর্টে মামলা চলছে। স্থগিত আছে বলে কিছু করতে পারছে না। কেঁচো খুঁড়তে কেউটে বেরোলে বিজেপি-র উপর থেকে নিচ, কোনও নেতা রেহাই পাবেন না। সকলে ফাঁসবেন। কিন্তু মোবাইল ট্যাপ করেও যদি ভোটে জিততে না পারে, এর থেকে অপদার্থ কে আছে!"
২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী দলগুলির বিরুদ্ধে ইজরায়েলি সংস্থার পেগাসাস প্রযুক্তি ব্যবহারের অভিযোগ ওঠে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে। সেই সময় নামগুলি সামনে এসেছিল, তাতে অভিষেকও ছিলেন। তালিকায় নাম ছিল তৃণমূলের ভোটকুশলী হিসেবে সেই সময় নিযুক্ত প্রশান্ত কিশোরের। সেই প্রসঙ্গ টেনেই এ দিন কটাক্ষ করেছেন অভিষেক।
আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে দল। কিন্তু ২০১৮-র নির্বাচনে যে ভূরি ভূরি অভিযোগ সামনে এসেছিল, তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তৃণমূলকে। এ দিন সেই নিয়েও বিরোধীদের বার্তা দেন অভিষেক। বলেন, "অসুবিধা হলে আমাকে বলুন। আমি প্রার্থী দাঁড় করিয়ে দেব। দায়িত্ব নিয়ে বলছি। কিন্তু আগে প্রার্থী ঠিক করুন। দেখে নিন কে, কোথায় দাঁড়াবেন। ক্ষমতা থাকলে তৃণমূলের বিরুদ্ধে গণতান্ত্রিক ভাবে, মানুষকে সংগঠিত করে লড়াই করুন।"
নির্বাচনে সুবিধা করতে নিয়ে এ রাজ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে বলে আগেও একাধিক বার অভিযোগ তুলেছেন তৃণমূল নেতৃত্ব। এ দিন ফের সেই সুর ধরা পড়ে অভিষেকের গলায়। তিনি বলেন, "বিচারব্যবস্থার একাংশ, সংবাদমাধ্যমের একাংশ, ইডি,সিবিআই, কেন্দ্রীয় বাহিনী এবং তদন্তকারী সংস্থাগুলিকে একজোট করে তৃণমূলকে আটকানোর চেষ্টা চলছে।"