কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023)  আগে  অকপটে ভুল-ত্রুটি স্বীকার করেছেন। কয়েক জনের অপকর্মের মাশুল দলতে গুনতে হচ্ছে বলে মন্তব্য করেন একদিন আগেই। সেই আবহেও বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জানালেন, তৃণমূলকে রুখতে পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে নামছে বিরোধী দলগুলিও। কিন্তু মানুষ আগেও তাদের পরিকল্পনা বানচাল করে দিয়েছেন, আগামী দিনেও করবেন। 


একাধিক রাজ্যে রাজ্যপাল বদল করল কেন্দ্র


রবিবার কলকাতা বিমানবন্দরের বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অভিষেক। সেখানেই বিরোধীদের নিশানা করেন। অভিষেক বলেন, "অসুবিধা হলে আমাকে বলুন। আমি প্রার্থী দাঁড় করিয়ে দেব। দায়িত্ব নিয়ে বলছি। কিন্তু আগে প্রার্থী ঠিক করুন। দেখে নিন কে, কোথায় দাঁড়াবেন। ক্ষমতা থাকলে তৃণমূলের বিরুদ্ধে গণতান্ত্রিক ভাবে, মানুষকে সংগঠিত করে লড়াই করুন।"


নির্বাচনে সুবিধা করতে নিয়ে এ রাজ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে বলে আগেও একাধিক বার অভিযোগ তুলেছেন তৃণমূল নেতৃত্ব। এ দিন ফের সেই সুর ধরা পড়ে অভিষেকের গলায়। তিনি বলেন, "বিচারব্যবস্থার একাংশ, সংবাদমাধ্যমের একাংশ, ইডি,সিবিআই, কেন্দ্রীয় বাহিনী এবং তদন্তকারী সংস্থাগুলিকে একজোট করে তৃণমূলকে আটকানোর চেষ্টা চলছে।"


আরও পড়ুন: Shantanu Thakur: হাত ছোঁয়ালেই উঠে আসছে পিচের আস্তরণ, নিজে কেন্দ্রে গণরোষে শান্তনু, ভোট বয়কটের ডাকও


এর আগে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী দলগুলির বিরুদ্ধে ইজরায়েলি সংস্থার পেগাসাস প্রযুক্তি ব্যবহারের অভিযোগ ওঠে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে। সেই সময় নামগুলি সামনে এসেছিল, তাতে অভিষেকও ছিলেন। সেই নিয়েও এ দিন বিজেপি-কে একহাত নেন অভিষেক। বলেন, "পেগাসাস করেছে। আমার মোবাইল ট্যাপ করে। সুপ্রিম কোর্টে মামলা চলছে। স্থগিত আছে বলে কিছু করতে পারছে না। কেঁচো খুঁড়তে কেউটে বেরোলে বিজেপি-র উপর থেকে নিচ, কোনও নেতা রেহাই পাবেন না। সকলে ফাঁসবেন। কিন্তু মোবাইল ট্যাপ করেও যদি ভোটে জিততে না পারে, এর থেকে অপদার্থ কে আছে!"


পঞ্চায়েত নির্বাচনের আগে বিরোধীদের নিশানা অভিষেকের


বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অভিষেক বলেন, "আমি চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন। সিপিএম, কংগ্রেস, বিজেপি অলিখিত জোট। নামে আলাদা রাজনৈতিক দল সব। কংগ্রেস-সিপিএম তো কার্ত হাত মিলিয়েই নিয়েছে! আর একটি দল, নাম করছি না, তারও যোগসূত্র পাওয়া গিয়েছে বিজেপি-র সঙ্গে। তদন্ত চলছে। কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে মামলা। তাই মন্তব্য করছি না। এ ভাবে পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলকে রুখতে চাইছে। কিন্তু মানুষ আগেও ওদের পরিকল্পনা বানচাল করে দিয়েছেন, আবারও করবেন।"