ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার, কলকাতা : রোগ হলেই যখন তখন মুড়ি মুড়কির মতো অ্য়ান্টিবায়োটিক খাচ্ছেন?  বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া এমনটা করলে হিতে বিপরীত হতে পারে (Antimicrobial resistance )!  অজান্তেই শরীর বাসা বাঁধছে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া অর্থাৎ অ্য়ান্টি বায়োটিকেই কোনও কাজ হচ্ছে না। প্রায় মহামারীর মতো বেড়ে চলেছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সমস্যা! এই পরিস্থিতি থেকে রেহাই পেতে এবার অ্যান্টিবায়োটিক ব্যবহারের গাইডলাইন প্রকাশ করল স্বাস্থ্য দফতর।


কোথায়, কোন অ্যান্টিবায়োটিকে সহজে ঘায়েল করা সম্ভব ব্যাকটেরিয়ার সংক্রমণকে, তৈরি করে দেওয়া হল তার মানচিত্র। প্রেসক্রিপশন ছাড়া অ্য়ান্টিবায়োটিক বিক্রি (  Antibiotic Resistance )বন্ধে কড়া বার্তা দিল স্বাস্থ্য দফতর। শুধু অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারই নয়, চিকিৎসা বিজ্ঞানের গবেষকদের মতে, বিভিন্ন গবাদি পশু, যেমন - গৃহপালিত মুরগি, শূকর, গো মাংসে ই-কোলাই, সালমোনেলার মতো অ্যান্টিবায়োটিক প্রতিরোধী থাকে। অনেকক্ষেত্রে ওই প্রাণীদের শরীর থেকে মানবশরীরে এই ধরনের ব্যাকটেরিয়া বাসা বাঁধে।  

আরও পড়ুন :


ওষুধের পর ওষুধকে ব্যর্থ করছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, ছড়াচ্ছে আতঙ্ক, মুক্তির পথ কী?


এই সমস্যাটি সারা বিশ্বে তো বটেই, বিশেষত উন্নয়নশীল দেশগুলিতে দেখা যায় থাবা চওড়া করছে খুব দ্রুত। কারণ এখনও বেশিরভাগ দোকানে অ্যান্টিবায়োটিকগুলি  প্রেসক্রিপশন ছাড়াই কিনতে পাওয়া যায়।  এর ফলে ব্যবহার বাড়ছে যথেচ্ছ। ইদানীং ভাবাচ্ছে, শিশুদের মধ্যে অ্যান্টিবায়োটিকের অনুপযুক্ত ব্যবহারও। বছরের পর বছর ধরে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স যেভাবে বেড়ে চলেছে, তাতে আগামী দিনে পরিণতি ভয়ঙ্কর হতে পারে। 'আগামী ১ বছরে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সের জন্য মৃত্যু হতে পারে ১ কোটির'  বললেন চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার। 


প্রেসক্রিপশন ছাড়া ওষুধের দোকানে অ্য়ান্টিবায়োটিক বিক্রি বন্ধে এবং ব্যবহার রুখতে নজরদারি বাড়ানোরও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য় স্বাস্থ্য দফতর। চিকিৎসকরা বলছেন, এরকম দেখা গিয়েছে আগে যে অ্যান্টিবায়োটিক দ্রাবগুলি মানুষের শরীরের উপর সহজেই কাজ করত, এখন তা আর কাজ করে না । কারণ একেকজন রোগীর শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেলে তাকে আরো কড়া ধাঁচের অ্যান্টিবায়োটিক না দিলে অসুখের নিরাময় হচ্ছে না । মনে রাখতে হবে যত কড়া অ্যান্টিবায়োটিক তার পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। তাই নিজে থেকে দুমদাম করে অ্যান্টিবায়োটিক কোর্স শুরু করে দিলে তা  যেমন গ‍্যাস্ট্রো সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করতে পারে তেমনি লিভার ও কিডনি কেউ ড্যামেজ করতে পারে।  



আরও পড়ুন :


ফের দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস ! কোন জেলা ভিজবে? কোথায় ফের নামবে পারদ?