কলকাতা: আবাস যোজনা নিয়ে বারবার অভিযোগ উঠছে রাজ্যে। বিভিন্ন জেলায় আবাস যোজনা প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠছে। পঞ্চায়েত অফিস ঘেরাও করে, পঞ্চায়েত অফিসে তালা মেরে বিক্ষোভ দেখানো হয়েছে। রাস্তা অবরোধ হয়েছে। এবার আবাস যোজনা প্রকল্প নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তাও দিয়েছেন তিনি।    


কার দিকে ইঙ্গিত?
এদিন তিনি বলেন, 'ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে। এত বড় একটা কাজে, আশা, অঙ্গনওয়ারি কর্মীদের কাজে লাগিয়ে বাড়ি বাড়ি গিয়ে কাজ যা করেছে, তাতে যত প্রশংসা করা যায় ততই কম। কেন্দ্র এতদিন টাকা বন্ধ করে রেখে, হঠাৎ টাকা ছেড়েছে, তাও মাত্র ১১ লক্ষ বাড়ির জন্য। যেখানে ৫০ লক্ষ বাড়ি রয়েছে। একটু দেখে নিন যে তালিকা হয়েছে তা হয়েছে ২০১৮ সালে। সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে পূর্ব মেদিনীপুর। তখন সেখানে দায়িত্বে কে ছিলেন। কোন পরিবার ছিলেন। অবশ্যই দলের ভুল ছিল, আমরা একজনকে বিশ্বাস করেছিলাম। তার জন্য কাঁথির জনসভা থেকে আমি সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়েছি। লোকে ঠকে শেখে।


দুর্নীতিতে 'জিরো টলারেন্স':
এদিন অভিষেক বলেন, 'কোনওরকম দুর্নীতি বরদাস্ত করবে না দল। ইতিমধ্যেই অনেককে বহিষ্কার করা হয়েছে।' তিনি আরও বলেন, 'সরকার কড়া নির্দেশ দিয়েছে পুরো তালিকা ঠিকমতো যাচাই করা হবে। সরকার বলেছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। সরকার সেটা করে দেখিয়েছে। বিজেপিও বলে জিরো টলারেন্স। কিন্তু ওরা সারদা মামলায় নাম জড়ালে মুখ্যমন্ত্রী করে। ক্যামেরার সামনে হাত পেতে টাকা নিলে তাঁকে দলে বড় পদ দেয়। তৃণমূল দুর্নীতি প্রশ্রয় দেয় না। দলের কর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়। যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা তৃণমূল পালন করে।' 


পঞ্চায়েত-বার্তা:
তিনি বলেন, 'পঞ্চায়েত ভোট অবাধ ও শান্তিপূর্ণ হবে। কেউ অশান্তি করলে ফল ভাল হবে না। দেশকে পথ দেখাবে বাংলা। বিচ্ছিন্নতাবাদ, বৈষম্যকে দূর করতে হবে। ২০২১-এর ভোটে হারার পর বাংলাকে ভাতে মারার চেষ্টা করা হয়েছে।' সব ঠিক থাকলে কিছুদিনের মধ্যেই পঞ্চায়েত ভোট হবে। সেখানে অমিত শাহ-নরেন্দ্র মোদি বাংলায় সভা করবে বলে শোনা যাচ্ছে। সেই প্রসঙ্গে অভিষেক বলেন, '৪০ কেন ৫০০ সভা করুক, কিছু যায় আসে না। এর আগেও তো মিটিং করা হয়েছে।' অভিষেকের তোপ, ভোট এলেই বাংলার কথা মনে পড়ে কারও কারও।


আরও পড়ুন: 'পঞ্চায়েত ভোট অবাধ ও শান্তিপূর্ণ হবে', ফের বার্তা অভিষেকের