কলকাতা: পয়লা বৈশাখের (Poila Baishakh) দিন কেন্দ্রীয় এজেন্সির অভিযান ঘিরে, আচমকা চাঞ্চল্য ছড়ায়। বেহালা ফ্লাইং ক্লাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কপ্টারের ট্রায়াল রানের সময়, আয়কর দফতর হানা দিয়েছে বলে দাবি করেছে তৃণমূল (TMC)। অভিযোগ, কপ্টারের ভিতরেও তল্লাশি চালানো হয়েছে। এই বিষয়টি নিয়ে এদিন গেরুয়া শিবিরকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 


এদিন ভোটের প্রচার মঞ্চ থেকে মমতা বলেন, 'হেলিকপ্টারে নাকি টাকা-সোনা আছে। আমরা ওসব করি না, বিজেপি করে। ওসব নিয়ে আমরা ঘুরি না, প্রয়োজন হলে মায়ের কাছে আঁচল পেতে দাঁড়াব'। তবে অভিষেকের কপ্টারে আয়কর তল্লাশির অভিযোগ নিয়ে তৃণমূলের প্রতিহিংসার রাজনীতির ফের কড়া জবাব শুভেন্দু অধিকারীর। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, 'নির্বাচন কমিশন আগেই কপ্টারে বিশেষ নজরদারির কথা বলেছিল। দেশের আইন সবার জন্য সমান। পিসি-ভাইপোর জন্য আলাদা আইন হতে পারে না'। 


প্রসঙ্গ অভিষেকের কপ্টার তল্লাশি


বেহালা ফ্লাইং ক্লাবে তাঁর কপ্টারটি ট্রায়াল রান দিচ্ছিল। সেই সময়েই সেখানে হানা দেয় আয়কর দফতর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তারক্ষীরা তল্লাশির কারণ জানতে চাইলে, তাঁদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন আয়কর অফিসাররা। তল্লাশির পর কিছু খুঁজে না পেলেও, দীর্ঘক্ষণ কপ্টারটিকে উড়তে দেওয়া হয়নি বলে তৃণমূলের অভিযোগ।


আরও পড়ুন, 'রামনবমীতে অশান্তি করতে পারে বিজেপি', আশঙ্কা মমতার, উস্কানির পাল্টা অভিযোগ শুভেন্দুর


এদিকে, কপ্টার-বিতর্কের পর এবার বেহালা ফ্লাইং ক্লাবে টিম পাঠাল নির্বাচন কমিশন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এসেছেন বলে জানান কমিশনের ৩ আধিকারিক। গতকালই আয়কর দফতর তল্লাশি চালায় বলে অভিযোগ করেন অভিষেক। কপ্টার চেকিং রুটিনের মধ্যে পড়ে, খবর নির্বাচন কমিশন সূত্রে। ভোটের সময় কোনও কপ্টার ওড়ার আগে ব্যুরো অফ সিভিল এভিয়েশন থেকে চিঠি যায়। চিঠি যায় আইটি ডিপার্টমেন্ট থেকে, সেক্ষেত্রে রুটিন চেকিং করা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার চেকিং সেই রুটিন চেকেরই অংশ, খবর কমিশন সূত্রে। 


অন্যদিকে, এবার রাহুল গাঁধীর কপ্টারের তল্লাশি করল নির্বাচন কমিশন। তামিলনাড়ুর নীলগিরি পৌঁছতেই রাহুলের কপ্টারের তল্লাশি। ওয়েনাড়ের কংগ্রেস প্রার্থীর কপ্টারের তল্লাশি নেয় কমিশনের ফ্লাইং স্কোয়াড।  মোদির বা বিজেপির কপ্টারে তো তল্লাশি হয় না। কেন? প্রশ্ন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে