সমীরণ পাল, ব্যারাকপুর: ভোটের মুখে পার্থ ভৌমিক-অর্জুন সিংহ দ্বৈরথ চরমে (Arjun Singh Vs Partha Bhowmik)। অর্জুন তৃণমূলে থাকাকালীন উনিশ সালের লোকসভা ভোটের পর ব্য়ারাকপুরে হিংসা হয়েছিল অভিযোগ তুলে তাঁকে প্রার্থী না করার দাবি ওঠে ঘাসফুলের অন্দরেই। এবারের লোকসভা ভোটের মুখে সেই পুরনো অভিযোগকে ব্য়ারাকপুরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে হাতিয়ার করলেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। যাদের নেতৃত্বে ব্য়ারাকপুরে হিংসার ঘটনা ঘটেছিল তারা বর্তমানে তৃণমূলের পুর চেয়ারম্য়ান বা কাউন্সিলর হয়ে বসে রয়েছেন, পাল্টা আক্রমণ শানিয়েছেন অর্জুন।


পার্থর অভিযোগ...
ব্যারাকপুর লোকসভার তৃণমূল প্রার্থীর বক্তব্য, '২০১৯-এ সাংসদ নির্বাচিত হওয়ার পর শুধু ইলেকশন পিরিয়ডই ছিল। তার মধ্যে এবং তার পরবর্তী সময় ৬ জন খুন হয়। বাড়ি ১ হাজার বাড়ি ভাঙচুর হয়, ২ হাজার জন বাড়িছাড়া ছিলেন | সারা ভাটপাড়া এবং জগদ্দল জুড়ে ব্যবসা বন্ধ ছিল। বাচ্চারাও স্কুলে যেতে পারছিল না।... সমস্ত জায়গায় মোটরসাইকেলরে দাপিয়ে বেড়ানো, বোমা-গুলির আওয়াজ ও মানুষ সন্ত্রস্ত।' তাঁর সংযোজন, 'নির্বাচন কমিশন চলে যাওয়ার পর যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দায়িত্ব আসে, তখন ব্যারাকপুর আস্তে আস্তে শান্ত করেন।' অর্জুন সিংয়ের অবশ্য প্রশ্ন, 'পার্থ ভৌমিক কি ভুলে গেলেন যে ২০১৯ সালে এগুলি মূলত মদন মিত্র করেছিলেন? আর তাঁর সঙ্গে যাঁরা এই কাজ করেছিলেন, তাঁরাই এখন তৃণমূলের কাউন্সিলর বা পুর চেয়ারম্যান হয়ে বসে রয়েছেন। উনি কি ভুলে গেলেন? ছবি রয়েছে...তাঁরাই ঝামেলা লাগিয়েছিলেন।'


প্রেক্ষাপট...
জনগর্জন সভায় তৃণমূলের প্রার্থিতালিকা ঘোষণার পরই নিজের অসন্তোষ প্রকাশ করেছিলেন অর্জুন সিং। তাঁর পরিবর্তে ব্যারাকপুর থেকে পার্থ ভৌমিককে প্রার্থী করায় তিনি যে ক্ষুব্ধ, সে কথা লুকোননি।  কয়েকদিনের মধ্যে ফের  বিজেপিতে ফিরে যান। তার পর ব্যারাকপুর থেকে বিজেপির টিকিটে তাঁকে প্রার্থী করা হয়। এবার ভোটের ময়দানে মুখোমুখি দুই প্রাক্তন সতীর্থ। পুরনো অভিযোগ তুলে অর্জুনকে কোণঠাসা করতে তাই কসুর করছেন না পার্থ। এদিন তিনি আরও বলেন, 'ব্যারাকপুরের মানুষ যদি আমাকে সাংসদ হিসেবে নির্বাচিত করেন , আমি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে আমার সাধ্যমত চেষ্টা করে গুলির আওয়াজ বন্ধ করে দেব।' কর্মসংস্থানের ব্যবস্থা থেকে ক্ষয়িষ্ণু চটকলের শ্রমিকদলের দিনবদলের আশ্বাস, সে সবও শোনা যায় তাঁর কথায়। তবে অর্জুন ও পার্থর দ্বৈরথই আপাতত অন্যতম 'হট টপিক' ভোট-রঙ্গে।


 


আরও পড়ুন:TMC vs BJP জোর লড়াই, রাজ্যের ৪২ আসনে কে এগিয়ে, কে পিছিয়ে, ইঙ্গিত সি ভোটার সমীক্ষায়