কলকাতা: বিজেপির নবান্ন অভিযানকে শানিত আক্রমণ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নবান্ন অভিযানকে গুন্ডামি বলে আখ্যা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।  


কী বলেছেন অভিষেক:
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)  পুলিশের গাড়িতে আগুনের ছবি দিয়ে টুইটে লেখেন, 'শুধু বাংলা নয়, একঝলক বিজেপির গুন্ডামি দেখল গোটা দেশ। সিটি অব জয়ে বিজেপির গুন্ডামির ঝলক দেখল গোটা দেশ। ওরা ক্ষমতায় এলে কী করত, ভেবেই কেঁপে উঠছি। বিজেপিকে প্রত্যাখ্যান করার জন্য বাংলাকে ধন্যবাদ।' আন্দোলনের নামে বিজেপির গুন্ডামির অভিযোগে ট্যুইট করে আক্রমণ অভিষেকের।


 



মমতার বার্তা:
বিজেপির নবান্ন অভিযানকে (BJP Nabanna Rally) গুরুত্ব দিতে চাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তিনি বলেন, 'বিজেপির নবান্ন অভিযানে লোক হয়নি। বেলুন ফুটো হয়ে গেছে, গুরুত্ব দেওয়ার দরকার নেই।' খড়গপুরে ২ মেদিনীপুর জেলা নেতৃত্বের বৈঠকে মন্তব্য মমতার। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলার দলীয় বৈঠক ছিল। সেই দলীয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির সঙ্গে মানুষ নেই। তাই বিজেপিকে গুরুত্ব দেওয়ার দরকার নেই। দলীয় বৈঠকে এমনই বার্তা দেন তিনি।


তৃণমূল সাংসদ শান্তনু সেনও (Santanu Sen) এদিন বলেন, 'সারা ভারতবর্ষ আজকে দেখল, ১১ কোটি ৩০ লক্ষ টাকা খরচা করে, কীভাবে একটা রাজনৈতিক দল, যারা মানুষের দ্বারা নির্বাচনের মধ্যে দিয়ে বারংবার প্রত্যাখ্যাত হচ্ছে, তাঁরা একটা শান্ত রাজ্যকে অশান্ত করার চেষ্টা করে। কীভাবে তাঁরা অর্গানাইজড ক্রাইম করতে পারে ! কীভাবে তাঁরা সরকারি সম্পত্তি নষ্ট করতে পারে, কীভাবে তারা পুলিশের উপর বেধড়ক অত্যাচার, মারধর করতে পারে।' 


বিজেপির পাল্টা তোপ:
তোপ দেগেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষও। এদিন একটি টুইটে তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে। পাশাপাশি এদিন তিনি আরও বলেন, বিজেপির অভিযানের উপরে জলকামান ব্যবহারের ইস্যুটি সম্পূর্ণ রূপে অসংবিধানিক। কিন্তু প্রতিবাদ চলবে। তৃণমূলের দুর্নীতি থেকে পশ্চিমবাংলাকে রক্ষা না করা অবধি আমাদের প্রতিবাদ চলবে।' 


আরও পড়ুন: 'লোক হয়নি, বেলুন ফুটো হয়ে গিয়েছে', নবান্ন অভিযানকে কটাক্ষ মমতার