সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী, রাজীব চৌধুরী, কলকাতা : কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) উপাচার্য (Vice Chancellor) পদে সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে পুনর্বহালের সিদ্ধান্ত খারিজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta University)। রাজ্যের নেওয়া সিদ্ধান্ত খারিজ করার নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত নিতে পারে না রাজ্য, পর্যবেক্ষণ আদালতের।
আদালতে ধাক্কা রাজ্য সরকারের
গঙ্গার দু’পাড়ে রাজপথে নেমে যেদিন শক্তি দেখাল রাজ্যের প্রধান বিরোধী দল। সেদিনই উপাচার্য নিয়োগ মামলায় আদালতে ধাক্কা খেল রাজ্য সরকার (West Bengal Government)। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পুনর্বহালের সিদ্ধান্ত খারিজ করল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পুনর্নিয়োগের এক্তিয়ার রাজ্য সরকারের নেই। সেই সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে (Sonali Chakraborty Banerjee) অপসারণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
রাজ্য সরকারের নিয়োগ সিদ্ধান্ত
গত বছর ২৭ অগাস্ট সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পুনর্বহালের বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। মঙ্গলবার সেই বিজ্ঞপ্তিই খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।
রাজ্য-রাজ্যপাল সংঘাত
এই মামলার নেপথ্যে রয়েছে সেই রাজ্য ও রাজ্যপাল সংঘাত। গত বছর শুধু কলকাতা বিশ্ববিদ্যালয় নয়, একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করে রাজ্য সরকার। তৎকালীন রাজ্যপাল ও আচার্য জগদীপ ধনকড় সেই নিয়োগে অনুমোদন দেননি। রাজভবনের সিলমোহর ছাড়াই বেআইনি ভাবে ২৫টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের অভিযোগ তুলে সরব হন ধনকড়। কোন ওরকম বাছাই ছাড়াই সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের পুনর্নিয়োগকে স্বজনপোষণের অনন্য নজির বলে উল্লেখ করেন তিনি। নিয়োগকে বেআইনি দাবি করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়।
জনস্বার্থ মামলা
জনস্বার্থ মামলায় বলা হয়, আচার্যকে এড়িয়ে উপাচার্য নিয়োগ অসাংবিধানিক। সরকার সাংবিধানিক বিধি ভাঙলে সঙ্কট তৈরি হবে। দীর্ঘ শুনানির পর এদিন প্রধান বিচারপতির বেঞ্চ সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের পুনর্নিয়োগ খারিজ করে দেয়। সরকারি সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের নির্দেশে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানাবে রাজ্য সরকার।
রাজনৈতিক সংঘাত
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, 'সরকারের সিদ্ধান্ত খারিজ করা মানে এই সরকারের বিশ্বাসযোগ্যতা খারিজ করে দেওয়া। এর চেয়ে আর বড় প্রমাণ কী যে সরকার ব্যর্থ। এই সরকার চূড়ান্ত ভাবে সংকীর্ণতার দ্বারা প্রভাবিত। এরাজ্যে দক্ষতার স্থান নেই, বশ্যতার স্থান আছে।' পাল্টা তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেছেন, 'আমরা আদালতের নির্দেশের প্রতি আস্থাশীল। দল এবিষয়ে বিবেবচনা করবে।'
আরও পড়ুন- 'লোক হয়নি, বেলুন ফুটো হয়ে গিয়েছে', নবান্ন অভিযানকে কটাক্ষ মমতার