ঝিলম করঞ্জাই এবং আবীর দত্ত, কলকাতা: নিশীথ প্রামাণিকের (Nishith Pramanik) বাড়ি ঘেরাও অভিযানের পাল্টা এবার অভিষেকের (Abhishek Banerjee) বাড়ি ঘেরাও। ভবানীপুর (Bhowanipur) থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ (Central Avenue), বিজেপির একাধিক মিছিল শুরু হয়েছে ইতিমধ্যেই। রাজপথে চলছে বিক্ষোভ। বিজেপির কর্মসূচি ঘিরে মঙ্গলবার দুপুরে দফায় দফায় উত্তেজনা ছড়াল।


এদিকে, এই মিছিলকে কেন্দ্র করে ভবানীপুরে চলছে বিজেপির কর্মী-সমর্থকদের বিক্ষোভ। মিছিলে আসা কর্মীদের গ্রেফতার করল পুলিশ। যদুবাবুর বাজার থেকে হাজরা পর্যন্ত মিছিলের কর্মসূচি ছিল বিজেপির। মিছিল শুরুর আগেই গ্রেফতার করা হল তাদের।                                


যদুবাবুর বাজার থেকে হাজরা পর্যন্ত মিছিল করা হয়। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার পরিকল্পনা ছিল বিজেপির নেতা-কর্মীদের। কিন্তু মিছিল শুরুর আগেই গ্রেফতার করা হয় তাঁদের। সল্টলেক-জাপানিগেট রুটের একটি বাসে করে যদুবাবুর বাজারে আসেন বিজেপির নেতা-কর্মীরা। বাসের সামনে লাগানো ছিল বিজেপির পতাকা ও ফ্লেক্স। বাসটি যদুবাবুর বাজারের সামনে আসতেই বাসে থাকা বিজেপির কর্মীদের গ্রেফতার করে পুলিশ। বাস থেকে নামিয়ে তোলা হয় প্রিজন ভ্যানে।                                                        


আরও পড়ুন, 'সরকারি কর্মীরাও ভাল বন্ধু, ওঁরা ভাল থাকলে আমরাও ভাল থাকব', ডিএ কাণ্ডের মাঝেই বার্তা মমতার


কোচবিহারে বিএসএফের গুলিতে এক রাজবংশী যুবকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে অমিত শা-র ডেপুটি নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতো কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ির বাইরে কড়া নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছিল। প্রশাসনের তরফে ১৪৪ ধারা জারি ছিল। পাল্টা, এর প্রতিবাদে মঙ্গলবার পথে নামল বিজেপি।
'ঘেরাওয়ের রাজনীতি বন্ধ হোক, করলে ঘেরাও পাল্টা হবে ঘেরাও'...এই স্লোগান তুলে রাজ্য দফতর থেকে মিছিল করলেন, বিজেপির নেতা-কর্মীরা।


বিজেপির উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি তমোঘ্ন ঘোষ বলেন, 'যে ভাবে নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও করা হয়েছে, অভিষেকের ইন্ধনে, তার প্রতিবাদ করতে রাস্তায় নেমেছি। অভিষেক যদি মনে করে,এভাবে বিজেপির নেতাদের বাড়ি ঘেরাও করবে, আমাদেরও সে পথে যেতে হবে।'