নয়াদিল্লি: দিল্লি হাইকোর্টের (Delhi High Court) নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে (Supreme Court) অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কয়লাপাচার (Coal Snuggling) মামলায় কলকাতায় জিজ্ঞাসাবাদের জন্য ফের সওয়াল। ‘অভিষেক-রুজিরা তদন্তে সহযোগিতা করতে সবসময় প্রস্তুত তবে কলকাতার বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করুন অভিষেক-রুজিরাকে’ সুপ্রিম কোর্টে এমনটাই জানান অভিষেকের আইনজীবী কপিল সিব্বলের সওয়াল ।
‘অভিষেক ও তাঁর স্ত্রীকে কলকাতায় কেন জিজ্ঞাসাবাদ করছেন না ইডি? যে মামলায় জিজ্ঞাসাবাদ, তাতে অভিষেক-রুজিরা সন্দেহভাজন অভিযুক্ত না সাক্ষী? ‘ইডি এখনও বিষয়টি স্পষ্ট করে জানায়নি কেন?’ ইডি-র কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট। জবাব দিতে সময় চাইলেন ইডি-র আইনজীবী। পরবর্তী শুনানি হবে আগামী ১৭ মে ।
অভিষেক-জায়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি: সম্প্রতি কয়লা পাচারকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের (Rujira Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে দিল্লির (Delhi) পাতিয়ালা হাউস কোর্ট। ইডি (Enforcement Directorate) সূত্রে খবর, জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে অভিষেক-পত্নীর নামে । ২০ অগাস্টের মধ্যে আদালতে হাজিরার নির্দেশ রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ।
আরও পড়ুন: South 24 Paraganas: ডাকাতির চেষ্টা বানচাল, ক্যানিং থেকে পুলিশের জালে ৫
কেন এই গ্রেফতারি পরোয়ানা? সূত্রের খবর, ইডি-র তরফে আদালতে আবেদন জানানো হয়, বারবার নোটিস পাঠানো সত্ত্বেও হাজিরা দিচ্ছেন না অভিষেক-পত্নী। আদালতে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানান, সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছেন তাঁরা, সেই মামলার শুনানি এখনও হয়নি। পাল্টা ইডির তরফে বলা হয়, আবেদন করা হলেও তা সুপ্রিম কোর্টে শুনানির জন্য তালিকাভুক্ত হয়নি। দু’ পক্ষের সওয়াল শোনার পর, রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নামে জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট, খবর সূত্রের।