রঞ্জিত সাউ, কলকাতা: সামনে পঞ্চায়েত নির্বাচন রয়েছে (Panchayat Elections 2023)। তার আগে কোণঠাসা দল (TMC)। একের পর এক দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছে দলের নেতা-বিধায়কদের। এমন পরিস্থিতিতে, জেলায় জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জনসংযোগ যাত্রাকে ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। সেই নিয়ে এ বার কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপি-র (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। 


মঙ্গলবার থেকে জনসংযোগ যাত্রা শুরু করলেন অভিষেক। তার আগে সকালেই তাঁকে বিদ্রুপ করতে শোনা গেল দিলীপকে। তাঁর বক্তব্য, "নতুন তৃণমূল হয়েছে। হয়ত মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল উঠে গিয়েছে এখন। তাঁর লোকেরা সব বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন। নতুন তৃণমূল, নতুন যুগ।"


অভিষেককে কটাক্ষ করে দিলীপ আরও বলেন, "আলেকজান্ডার যেমন ভারত অভিযানে এসেছিলেন, লোক-লস্কর, হাতিঘোড়া নিয়ে, সেই রকমই হচ্ছে। আমি উত্তরবঙ্গে ছিলাম। শুনলাম এক একটি তাঁবুর এক দিনের ভাড়া ২৫ হাজার টাকা। লক্ষ লক্ষ টাকা ভাড়ায় যাবে। তৃণমূল এ ভাবেই হয়ত সর্বভারতীয় দল হওয়ার চেষ্টা করছে।"


আরও পড়ুন: Abhishek Banerjee: জনসংযোগে বেরিয়ে ভিড়ে মিশে গেলেন অভিষেক, কোলে তুলে নিলেন শিশুকে, মেটালেন সেলফি-র আবদারও


পঞ্চায়েত নির্বাচনের আগে দু'মাসের জনসংযোগ যাত্রায় বেরিয়েছেন অভিষেক। জেলায় জেলায় ঘুরবেন তিনি।  তাঁবুতে কাটাবেন রাত। মঙ্গলবার কোচবিহার থেকে তাঁর নেতৃত্বে শুরু হল ‘তৃণমূলে নবজোয়ার’ যাত্রা। পঞ্চায়েত নির্বাচনের আগে টানা দু'মাস পথেই কাটাবেন অভিষেক। আজ সকালে দিনহাটার বামনহাটে BSF-এর গুলিতে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন অভিষেক। এর পর মাধাইখাল কালী মন্দিরে পুজো দিয়ে শুরু হয় জনসংযোগ যাত্রা। এ দিন দিনহাটার সাহেবগঞ্জ ফুটবল মাঠ, সিতাইয়ের গোসানিমারি হাইস্কুলের মাঠ এবং শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠে জনসভাও করবেন। 
তার পর বিকেলে মাথাভাঙা কলেজ মাঠে গণভোটের আয়োজন করা হয়েছে। সেখানে সাধারণ মানুষের মতামত নেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। তৈরি রাখা হয়েছে তৃণমূলে নবজোয়ার ও জনসংযোগ যাত্রা লেখা খোলা ছাদের বাস। ওই বাসে চড়ে রোড শো করবেন অভিষেক। ২৭ এপ্রিল তুফানগঞ্জ থেকে রোড শো করে রওনা দেবেন আলিপুরদুয়ারেের উদ্দেশে। 


অভিষেকের জন্য এই সফরে তৈরি হয়েছে দুধসাদা রঙের পিরামিড আকৃতির তাঁবু, যার একেকটির উচ্চতা ১০ ফুট। ৩০ ফুট জায়গা জুড়ে তৈরি তাঁবুর মেঝেতে কার্পেট পাতা রয়েছে। থাকছে ক্যাম্প খাট, চেয়ার ও স্ট্যান্ড ফ্যান। এই তাঁবুতেই রাত কাটাচ্ছেন অভিষেক। পাশে দাঁড় করানো শীতাতপ নিয়ন্ত্রিত ক্যারাভান। সেখানে বসার জায়গা ছাড়াও রয়েছে রান্নার ব্যবস্থা এবং শৌচাগার।