কলকাতা: মেঘালয়ে গিয়ে বিজেপি-এনপিপি (BJP-NPP) সরকারকে ছুড়ে ফেলার হুঙ্কার অভিষেকের (Abhishek Banerjee)। "দুর্নীতিগ্রস্ত বিজেপি-এনপিপি সরকারকে ছুড়ে ফেলতে হবে। মাত্র ৫০ দিন সময় দিন, ৫ বছরের জন্য উন্নয়ন নিশ্চিত।'' মেঘালয়ের জনসভা থেকে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 


হুঙ্কার অভিষেকের: এদিন অভিষেক বলেন, "দুমাস আগে আমি যখন এসেছিলাম, আমি বলেছিলাম মানুষ বিজেপি-এনপিপিকে সরিয়ে দেবে। আমার কথা মিলিয়ে নেবেন ভোটের ফলাফলেই বোঝা যাবে ওরা একটাও ভোট পাবে না। এটা সময়ের অপেক্ষা। পরের ৫০ দিন খুব গুরুত্বপূর্ণ। ৪০ থেকে ৪৫ দিনের মধ্যে ভোটের ফলও হয়ত প্রকাশ হয়ে যাবে। আমাদের সুযোগ দিলে আগামী ৫ বছরে মেঘালয়ের সোনালি দিন ফিরিয়ে দেব।''                                                                                   


এবিষয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "ওঁরা পরিব্রাজক। আমি দর্শক। এরাজ্যের মানুষ। যে দলটা করি, সেই দলকে দেশের মানুষ দুবার সুযোগ দিয়েছে সরকার পরিচালনা করার। মেঘালয়ের রাজনীতিতেও আমার দল যুক্ত আছে। আমি এরাজ্যে থেকে দেখছি, তৃণমূলের কোনও নির্বাচিত প্রতিনিধি গ্রামে যেতে পারছেন না। দুর্নীতির কারণে জন সম্পর্ক করতে পারছেন না। জনরোষ আছড়ে পড়ছে তাঁদের উপরে। মানুষের প্রশ্নের উত্তর দিতে পারছেন না। আর এদিকে তাঁরা মেঘালয়ে পৌঁছে গিয়েছেন রাজনৈতিক পর্যটনে। অতীতে অসম, গোয়ার ফলাফল মানুষ দেখেছেন। সেই ফলেরই পুনরাবৃত্তি হবে।''


ভোটের নির্ঘণ্ট প্রকাশ:  পরবর্তী লোকসভা নির্বাচনে এখনও বাকি বছরখানেক। তার আগে দেশের পূর্বাঞ্চলের তিন রাজ্যে বিধানসভা নির্বাচন (Assembly Election 2023 Date)। বুধবার তার নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। ফেব্রুয়ারি মাসেই তিন রাজ্যে ভোটগ্রহণ হবে। মার্চের গোড়ায় নির্বাচনের ফলপ্রকাশ। নির্বাচন যাতে সুষ্ঠ ভাবে সম্পন্ন করা যায়, তার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হবে বলে জানাল নির্বাচন কমিশন (Election Commission)। আগামী ১৬ ফেব্রুয়ারি ভোটগ্রহণ ত্রিপুরায়। ২৭ ফেব্রুয়ারি ভোটগ্রহণ মেঘালয় এবং নাগাল্যান্ডে। তিন রাজ্যেই ভোটেল ফল প্রকাশ একই দিনে, ২ মার্চ। 


আরও পড়ুন: Suvendu Adhikari: ‘ডিয়ার লটারি আসলে ভাইপো লটারি’, এগরায় শুভেন্দুর মুখে ‘কেষ্ট’র কথাও