পূর্ব মেদিনীপুর, এগরা: পঞ্চায়েত নির্বাচনের আগে সর্বশক্তি দিয়ে বাংলায় ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। সভা-সমিতি, মিটিং-মিছিল চলছে জেলায় জেলায়। রাজ্যে বিজেপি-র হেভিওয়েট নেতারা তাতে রয়েইছেন, পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023)আগে বাংলায় বিজেপি-র (BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। তার আগে এগরার সভা থেকে তৃণমূলকে (TMC) তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নাম না করে একহাত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও (Abhishek Banerjee)। 


এগরা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ শুভেন্দুর


বুধবার পূর্ব মেদিনীপুরের এগরায় সভা ছিল শুভেন্দুর। সেখান থেকেই তৃণমূলকে আক্রমণ করেন শুভেন্দু। বীরভূমের তৃণমূল সভআপতি অনুব্রত মণ্ডলের লটারি জেতা বিতর্ককে সেখানে টেনে আনেন তিনি। এ দিন শুভেন্দু বলেন, "সব জায়গায় এখন ডিয়ার লটারি। জায়গায় জায়গায় ছোট টুল এবং টেবিল দিয়ে বসিয়ে দিয়েছে। ডিয়ার লটারি কেনো, আর ভোগে যাও। সব গরিক লোকেরা লক্ষপতি হওয়ার জন্য টিকিট কিনছে। বাড়িতে ঢুকছে খালি হাতে, বাজার করে না।"


এ দিন শুভেন্দু আরও বলেন, "নেশায় পরিণত হয়েছে ডিয়ার লটারি। এটা হচ্ছে ভাইপো লটারি। কে কে জিতেছে লটারি! কেষ্ট মণ্ডল, অনুব্রত। বিরাট চেহারা। তিনি আর তাঁর মেয়ে পেয়েছেন। নলহাটির তৃণমূল বিধায়ক রাজেন্দ্র সিংহের ভাই পাপ্পু সিংহ পেয়েছেন। পেয়েছেন জোড়াসাঁকোর তৃণমূল নেতা বিবেক গুপ্তর স্ত্রী। আপনারা কেউ পাননি।"


আরও পড়ুন: Mamata Banerjee: সুপ্রিম কোর্টের কলেজিয়াম ব্যবস্থায় হস্তক্ষেপ করছে কেন্দ্র, মমতার নিশানায় মোদি সরকার


তৃণমূলের 'দিদির দূত' কর্মসূচিকেও এ দিন কটাক্ষ করেন শুভেন্দু। বলেন, "ভূতেরা টাকা তুলছে। ১০ লক্ষ লোকের ভুয়ো জব কার্ড হলে, কত টাকা তুলেছে ভাবুন। এই টাকা কোথায় গেল, তদন্ত হওয়া প্রয়োজন। প্রয়োজনে সিবিআই তদন্ত হোক। এটা ভারত সরকারের টাকা। বাংলার জব কার্ড দেখিয়ে টাকা ঢুকছে বেঙ্গালুরুতে। যাঁর নামে কার্ড, পরিযায়ী শ্রমিক হয়ে আগেই চলে গিয়েছেন অন্য রাজ্যে। "


১৮ বছরের কম বয়সিদের নামে জব কার্ড! অভিযোগ শুভেন্দুর


১৮ বছরের কম বয়সিের নামেও জব কার্ড দেখিয়ে টাকা তোলা হয়েছে বলে দাবি করেন শুভেন্দু। তিনি বলেন, "১৮ বছরের কম বয়সিদের নামে টাকা তোলা হচ্ছে। এক বাড়িতে চার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ছাড়ব না আমরা। জব কার্ডের সঙ্গে আধার সংযুক্ত করে, হিসেব মেলানো হবে। কত টাকা তোলা হয়েছে, সব হিসেব সামনে আসবে। চোর ধরতে হবে। ২০২২ সালে ১০০ দিনের কাজের যে দাবি পাঠানো হয়েছে কেন্দ্রকে, তাতেও জব কার্ডে অপ্রাপ্তবয়স্কদের নাম রয়েছে। একাধিক ব্যাঙ্ক অ্যাকউন্ট থাকা লোকের নাম রয়েছে। সব খতিয়ে দেখে প্রকৃত জব কার্ডের অধিকারীদের চিহ্নিত করতে হবে। ভুয়ো লেকেদের বিরুদ্ধে আমাদের লড়াই। তৃণমূলের এক এক জন ১৭-১৮টি পুকুর কেটেছে বলে দেখিয়ে টাকা তুলছে। েকটা পুকুরও কাটা হয়নি"