নয়াদিল্লি:  নিয়োগ দুর্নীতিকাণ্ডে ( Recruitment Scam ) সিবিআই ( CBI ) - তলবের মধ্যেই বিচারপতি অমৃতা সিন্হার ( Justice Amrita Sinha  ) রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের ( Supreme Court ) দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee )।


১৮ মে, বিচারপতি অমৃতা সিন্হা অভিষেককে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। সিবিআই-কে লেখা চিঠিতে অভিষেক জানিয়েছেন, তিনি বিচারপতি সিন্হার নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন করেছেন। সোমবার জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হয়েছে।  সিবিআই-কে লেখা চিঠিতে জানিয়েছেন অভিষেক।  


নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার আগে সিবিআই নোটিসের জবাব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিঠিতে অভিষেক লেখেন, '১৯ তারিখ দুপুরে চিঠি পাঠানো হয়েছে, ২০ তারিখ সকাল ১১টায় হাজিরা দিতে বলে। একদিনও সময় দেওয়া হয়নি। আপনারা আগেই জানতেন, আমি রাজ্যজুড়ে ২ মাসের জনসংযোগ যাত্রায় বেরিয়েছি। এই নোটিস পেয়ে আমি স্তম্ভিত। তবু তদন্তে সহযোগিতার স্বার্থে আমি হাজিরা দেব। হাজিরার আগে সিবিআই-কে পাঠানো চিঠিতে লেখেন অভিষেক।  '                    


আরও পড়ুন :                  


 রোজ খাবার প্যাক করছেন অ্যালমিনিয়াম ফয়েলে ? কতটা ক্ষতি জানেন ? 




 



হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের মুখোমুখি হয়েছেন  অভিষেক বন্দ্যোপাধ্যায়। সৌমেন নন্দী বনাম রাজ্যের মামলায় শনিবার অভিষেককে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ( CBI )। বাড়ি থেকে বেরিয়ে সকাল ১১টার আগেই নিজাম প্যালেসে পৌঁছে যান অভিষেক।                      


সূত্রের খবর, তাপস মণ্ডল -কুন্তল ঘোষের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য ৫ পাতার প্রশ্নমালা তৈরি করা হয়েছে। কুন্তলের চিঠি সংক্রান্ত বিষয় ছাড়াও নিয়োগ দুর্নীতি সম্পর্কেও জানতে চাওয়া হবে। অভিষেককে জিজ্ঞাসাবাদ করবেন মূলত বাইরে থেকে আসা সিবিআই অফিসাররা। তাঁদের সঙ্গে থাকবেন নিয়োগ দুর্নীতি মামলার তদন্তকারী অফিসার ওয়াসিম আক্রম। অভিষেক যে বয়ান দেবেন, তা নিয়ে উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে আলোচনা করে স্থির করা হবে পরবর্তীকালে তাঁকে ডাকা হবে কি না।                      


 


আরও পড়ুন :


হাইপারটেনশন থেকে হতে পারে চোখের ভয়ঙ্কর রোগ, হারাতে পারেন দৃষ্টিও !