সন্দীপ সরকার, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, হিন্দোল দে, ভাঙড় : মনোনয়ন ঘিরে যেদিন ভাঙড় অশান্ত হয়ে উঠল, সেদিন নবজোয়ার যাত্রা ( Nabajowar Yatra ) নিয়ে ভাঙড়ে ( Bhangar ) ঢুকলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ( Abhishek Banerjee ) । আর এদিন দিনভর গণ্ডগোলের জন্য় বিরোধীরা যার দিকে আঙুল তুলছেন, সেই আরাবুল ইসলামকেও দেখা গেল অভিষেকের রোড শোতে উপস্থিত থাকতে।
ময়োনয়ন পর্বের চতুর্থ দিনে ভাঙড়ে ভয়ঙ্কর অশান্তি। মুহুর্মুহু বোমাবাজি। গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ করলেন ISF-এর এক সম্ভাব্য প্রার্থী। তাও এমন একটা দিনে, যেদিন ভাঙড়ের মাটিতে পৌছল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার যাত্রা। সম্প্রতিক অতীতে একাধিকবার, পঞ্চায়েত ভোট নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে করার আশ্বাস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু, অভিষেকের এই বার্তার পরও মঙ্গলবার, সকাল থেকেই রণক্ষেত্রের চেহারা নিল ভাঙড়। আর এই আবহেই ভাঙড়ে পা রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সারাদিনের অশান্তির পর অভিষেকের নবজোয়ারের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের জেলায় বার্তা দিলেন ৷ গত বিধানসভা ভোটে, দক্ষিণ ২৪ পরগনার এখানেই হেরেছে শাসক দল। তারপর থেকেই আইএসএফের সঙ্গে দফায় দফায় অশান্তিতে জড়িয়েছে তৃণমূল ৷ পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত ভাঙড়-ভূমিতে প্রচারে ঝড় তুললেন অভিষেক। করলেন রোড শো। সারলেন জনসংযোগ । আর এদিন দিনভর গণ্ডগোলের জন্য় বিরোধীরা যার দিকে আঙুল তুলছেন, সেই আরাবুল ইসলামকেই দেখা গেল অভিষেকের রোড শোতে উপস্থিত থাকতে! ছিলেন তাঁর ছেলে, পোলেরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাকিমুল ইসলামও। ভাঙড়ের পাশে ক্যানিং-পূর্বে রাত্রিবাস করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন নবজোয়ারের পর সোশ্যাল মিডিয়ায় অভিষেক বার্তা দেন , ' প্রতিটি রোড শো’তেই নানা অভিনবত্বের সম্ভার থাকে, যা একটি অনুষ্ঠানকে অন্যটির চেয়ে পৃথক বলে প্রতিপন্ন করে তোলে। বৈচিত্র্যের বিভিন্নতায় সুসজ্জিত আজ ক্যানিং পূর্বের রোড শো, আমার স্মৃতিকোঠায় উজ্জ্বল হয়ে থেকে যাবে।'
দু’মাস ব্যাপী জন সংযোগ যাত্রা গত ২৫ এপ্রিল শুরু হয়েছিল । উত্তর থেকে শুরু করে একের পর এক জেলায় গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়ে অভিষেক আরও লেখেন , 'একটু একটু করে যত শেষের দিকে এগোচ্ছে, ততই মানুষের উন্মাদনা যেন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। যে বিপুল সংখ্যায় মানুষ আমার মিছিলে জড়ো হচ্ছেন, তা নিশ্চিতভাবেই তৃণমূল কংগ্রেসের প্রতি তাঁদের নিজেদের স্বতঃস্ফূর্ত সমর্থনের সহজাত বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়।'
আরও পড়ুন :
কম অ্যালকোহল সেবনও বাড়িয়ে দেয় ৬০-র বেশি রোগের ঝুঁকি, চাঞ্চল্যকর তথ্য গবেষণায়