নয়া দিল্লি: কৃষি ভবনে কুরুক্ষেত্র পরিস্থিতি। তৃণমূলের (TMC) কর্মসূচি ঘিরে দিল্লিতে ধুন্ধুমার। অভিষেক-সহ তৃণমূলের নেতা মন্ত্রীদের তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ (Delhi Police)। এরপর নেতা মন্ত্রীদের নিয়ে যাওয়া হয় পুলিশ লাইনে। সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়  (Abhishek Banerjee) সহ তৃণমূল নেতারা।


পুলিশ লাইন থেকে বেরিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, 'আমরা গতকাল শান্তিপূর্ণ সত্যাগ্রহের মাধ্যমে বাংলার প্রতি লাঞ্চনা, জনকল্যাণ মূলক প্রকল্পের টাকা বন্ধ করে ভাতে মারার প্রচেষ্টার বিরুদ্ধে কর্মসূচী করি। মন্ত্রী আমাদের সকালে সময় দিয়েছিল প্রথমে। ১ টা থেকে ৫ অবধি কর্মসূচী করার পর কৃষি ভবন যাই ৪০ জনকে নিয়ে। প্রথমে একটি কনফারেন্স হলে বসতে দেওয়া হয়। সেখানেই বসি। প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা ছিল। লিস্টে যাঁদের নাম ছিল তাঁদেরকেই ভিতরে প্রবেশাধিকার দেওয়ায় হয়েছিল। এরপর বলা হয়, ভুক্তভোগীদের সঙ্গে মন্ত্রী দেখা করবেন না। মন্ত্রী রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করার কথা বলেন। আমরা বলি বাঁকুড়ার সন্তানহারা বাবাদের সঙ্গে দেখা করার কথা। কিন্তু রাজি হয়নি কেউ। এদিকে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন।'


অভিষেকের কথায়, 'বাংলার মানুষের স্বার্থে যারা এসেছে তাঁদের বসিয়ে রেখে পিছনের গেট দিয়ে পালিয়ে গেলেন। আমরা মন্ত্রীর চেম্বারে যেতে গেলে তখন দিল্লি পুলিশ, সিআরপিএফ সবাই আটকে দেয়। এরপর বল প্রয়োগ করে তোলা হয়। মহিলা, ভুক্তভোগী কাউকে ছাড়া হয়নি। টেনে হিচড়ে যেভাবে তোলা হল, ভারতের জন্য আজ কালো দিন। বীরবাহা হাঁসদা, মহুয়া মৈত্র, দোলা সেনদের পুরুষ পুলিশ টেনে নিয়ে গেছে। ছবি মিথ্যে বলে না। কেন্দ্রীয় অঙ্গুলি হেলনে এটা করা হয়েছে। মানুষের নির্বাচিত জনপ্রতিনিধিদের দিল্লি পুলিশ যেভাবে নিগ্রহ করেছে, এর জবাব বাংলার মানুষ দেবে। মানুষের টাকা আটকে জমিদারি চলবে না। এর উত্তর দেওয়া হবে বিজেপিকে। আরও বৃহত্তর আন্দোলন করব।' 


দিল্লির মাটি থেকেই অভিষেক বলেন, '৫ অক্টোবর রাজভবন চলো ডাক দিলাম। রাজ্যপালকে এই ঘটনার জন্য কেন্দ্রকে চিঠি দিতে। চিঠির জবাব চাই। ৩টের সময় এক লক্ষ লোক নিয়ে রাজভবন যাবে। যেভাবে রাজ্যে বদল এনেছিলাম, এবার কেন্দ্রে বদল আনব'।  


এদিকে, অভিষেকের এই আটক প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, 'আটকও করেছে বন্ডে ছেড়েও দিয়েছে, আবার কী চাই। এটা ডায়মন্ড হারবার না কলকাতা। পাঁচ জনকে তো ডেকেছিল মন্ত্রী। আর কত?' 


 


আরও পড়ুন, 'অভিষেককে ধাক্কা দিতে দিতে বাসে তুলেছে পুলিশ, ভয় পেয়েছে মোদি', কৃষি ভবনে ধুন্ধুমারে মন্তব্য কল্যাণের