অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: দীর্ঘদিন বকেয়া কর (Tax) না মেটালে আর সুদ ও জরিমানায় বিপুল ছাড় মিলবে না।জানুয়ারি মাস থেকেই নতুন নিয়ম চালু করছে কলকাতা পুরসভা (Kolkata Municipality Corporation)। এতে আয় বাড়বে ও কর মেটানো নিয়মিত হবে বলেই মনে করছে কলকাতা পুরসভা (KMC)।            


বকেয়া সম্পত্তি করের ক্ষেত্রে এবার বড়সড় সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। দীর্ঘদিন বকেয়া কর না মেটালে আর সুদ ও জরিমানায় বিপুল ছাড় মিলবে না। জানুয়ারি মাস থেকেই নতুন নিয়ম চালু করছে কলকাতা পুরসভা।                                      


যত বেশি সময়ের ব্যবধানে কর মেটাবেন বকেয়া করদাতারা ততই কমবে সুদ ও জরিমানার উপর ছাড় মেলার পরিমাণ। কলকাতা পুরসভা সূত্রে খবর, এত দিন কয়েক দফার কর একসঙ্গে জমা দিলে, তাতে জরিমানার জন্য ধার্য টাকার ৯৯ শতাংশ ও সুদ বাবদ ধার্য টাকার ৫০ শতাংশ ছাড় দেওয়া হত।                                                                


নতুন নিয়মে প্রথম ২ বছরের ক্ষেত্রে এই নিয়মই চালু থাকবে। তবে ২ বছরের বেশি তবে ৫ বছরের কম সময়সীমার ক্ষেত্রে, জরিমানা ৭৫ শতাংশ মকুব করা হবে। সুদ মকুব হবে ৪৫ শতাংশ। ১০ বছরের কম সময়সীমায় ৫০ শতাংশ জরিমানায় ছাড় দেওয়া হবে। সুদে ছাড় মিলবে ৩০ শতাংশ। ১০ বছর বা তার বেশি সময়সীমার ক্ষেত্রে জরিমানায় ২৫ শতাংশ ও সুদে ৩৫ শতাংশ ছাড় মিলবে।                           


নতুন নিয়ম চালু হলে মূলত তিনটি বিষয়ে সুবিধা হবে বলে মনে করছে কলকাতা পুরসভা। 



  • প্রথমত বছরের পর বছর কর জমিয়ে রাখার প্রবণতা কমবে। 

  • কর আদায় করতেও পরিশ্রম কমবে পুরসভার। 

  • পাশাপাশি, যেহেতু আগামী বছর থেকে নতুন নিয়ম চালু হচ্ছে তাই এবছরই বকেয়া কর মিটিয়ে ফেলতে চাইবেন অনেকে। এতে পুরসভায় আয় বাড়বে ও কর মেটানো নিয়মিত হবে বলেই মনে করছে কলকাতা পুরসভা। 


আরও পড়ুন, 'প্রয়োজনে আমাদের বেতনের টাকা দিয়ে আড়াই হাজার জব কার্ড হোল্ডারকে টাকা দেব', ঘোষণা অভিষেকের