কৃষ্ণেন্দু অধিকারী এবং অনির্বাণ বিশ্বাস, নয়া দিল্লি: কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে তৃণমূলের (TMC) সাক্ষাৎ ঘিরে কৃষিভবনে ধুন্ধুমার। টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে অভিষেক (Abhishek Banerjee)-সহ ৪০ জন সাংসদ বিধায়কদের বের করে দেয় পুলিশ। জোর করে কৃষিভবন থেকে বের করে বাসে তুলে দেয় পুলিশ। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। 


পুলিশের হাতে আটক হন তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। বিজেপি এবং মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে তিনি বলেন, 'আমাদের আটক করে কোথায় নিয়ে যাচ্ছে জানি না। বিশ্বের সবচেয়ে বড় প্রতিহিংসাপরায়ণ নেতা নরেন্দ্র মোদি। কৃষি ভবনে আমাদের ওপরে পুলিশি অত্যাচার হয়েছে। প্রথমে ১২টায় সময় দেওয়া হয়, এরপর সন্ধে ৬টায়, সেই থেকে বসে ছিলাম শান্তিপূর্ণভাবে। হঠাৎ শুনলাম মন্ত্রী বাড়ি চলে গেছে। তারপর অবস্থানে বসি। এরপর নিচ থেকে ৩০ হাজার পুলিশ ঢুকিয়ে আমাদের সবাইকে হেনস্থা করা হয়। অভিষেককে ধাক্কা দিতে দিতে বাসে তোলা হয়েছে। নরেন্দ্র মোদির ছাতি শুকিয়ে গিয়েছে। ভীতু প্রধানমন্ত্রী।' 


এ যেন লড়াই বাংলায়, আর দঙ্গল দিল্লিতে! একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে কৃষি ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী! তৃণমূলের ধর্নায় ধরপাকড় ঘিরে উত্তাল পরিস্থিতি। তার মধ্যেই রাজধানীতে আলাদাভাবে নজর কাড়ল বাংলার দুই হেভিওয়েটের টক্কর। 


কৃষি ভবন যেন কুরুক্ষেত্র। কেন্দ্রীয় মন্ত্রকের দফতরেই তৃণমূল-দিল্লি পুলিশের যুদ্ধ। বাসে তুলে নিয়ে গিয়ে তৃণমূলের প্রতিনিধি দলকে আটক। মঙ্গলবার সারাদিনের টানাপোড়েন ঘিরে একটু একটু করে পারদ চড়ছিলই। কিন্তু রাতে যে পরিস্থিতি তৈরি হল, তাতে কার্যত উত্তেজনার বিস্ফোরণ ঘটল। কৃষি ভবনে অবস্থানে বসে থাকা অভিষেকের নেতৃত্বাধীন তৃণমূল নেতাদের টেনে হিঁচড়ে পাঁজাকোলা করে বার করে দেয় পুলিশ। টেনে হিঁচড়ে ভ্য়ানে তোলা হয়। কৃষি ভবন থেকে তাঁদের নিয়ে যাওয়া হল নয়াদিল্লির উৎসব সদন পুলিশ লাইনে।


এরপরই কৃষি ভবন চত্বর থেকে পুলিশ লাইনের দিকে যেতে শুরু করেন তৃণমূল নেতা ও কর্মীরা। পুলিশ লাইনে পৌঁছোলেও সেখানে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। বেশ কিছুক্ষণ পর দুজনকে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। আরও কিছুক্ষণ পর সেখান থেকে বেরোন অভিষেক-সহ সকলে।


দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের সাংসদ-নেতা-মন্ত্রীদের আটকের প্রতিবাদে, কলকাতায় বিজেপির রাজ্য দফতর মুরলীধর সেন লেনের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। উত্তর কলকাতা যুব তৃণমূলের পক্ষ থেকে এই বিক্ষোভ দেখান হয়। 


 


আরও পড়ুন, 'দিল্লিতে এই আটকের জবাব বিজেপিকে দেবে বাংলা', পুলিশ লাইন থেকে বেরিয়ে মন্তব্য অভিষেকের