নয়াদিল্লি: দিল্লির পর এবার তৃণমূলের (TMC) 'রাজভবন চলো'। ৫ অক্টোবর 'রাজভবন চলো' অভিযান তৃণমূল কংগ্রেসের। পুলিশ লাইন থেকে বেরিয়ে ঘোষণা অভিষেকের (Abhishek Banerjee)। ৫০ লক্ষ চিঠি নিয়ে রাজভবনে যাওয়ার হুঙ্কার।


রাজভবন অভিযানের ডাক: কর্মসূচি ছিল সাক্ষাতের। কিন্তু, তা-ই বদলে গেল সংঘাতে। মঙ্গলবার সন্ধেয় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর দেখা না পাওয়ার অভিযোগে কৃষি ভবনেই অবস্থানে বসে তৃণমূল। সেখান থেকে তাঁদের টেনে হিঁচড়ে, পাঁজাকোলা করে বার করে নিয়ে যায় পুলিশ। আর এই ঘটনা ঘিরে ধুন্ধুমার চেহারা নেয় রাজধানী। এদিন পুলিশ লাইন থেকে বেরিয়ে অভিষেক বলেন, 'আজকের প্রতিবাদস্বরূপ দিল্লির মাটি থেকে আগামী পরশুদিন ৫ অক্টোবর রাজভবন চলো অভিযানের ডাক দিচ্ছি। যাঁরা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হয়ে গণতন্ত্র সম্পর্কে বাংলায় সকাল বিকেল জ্ঞান দিচ্ছেন, যেভাবে দিল্লির বুকে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে, রাজ্যপালের দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে চিঠি লেখা। কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য সময় চাইব। যে ৫০ লক্ষ চিঠি দিল্লি নিয়ে এসেছিলাম। সেই চিঠি নিয়ে যাব। ৫ অক্টোবর ১ লক্ষ লোক নিয়ে বেলা ৩টে নাগাদ তৃণমূল কংগ্রেস রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করব।'


কেন্দ্রকে আক্রমণ অভিষেকের: অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নেতৃত্বে কৃষি ভবনে যাওয়া তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করলেন না কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী। তৃণমূলের দাবি, প্রায় দেড় ঘণ্টা বসিয়ে রাখার পরও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী জানান, তিনি ৫ জনের বেশি প্রতিনিধির সঙ্গে দেখা করবেন না।এর প্রতিবাদে কৃষি ভবনেই অবস্থানে বসেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়রা।প্রথমে তাঁদের জায়গা ছাড়ার টাইমলাইন দিয়ে তারপর পাঁজাকোলা করে বার করে দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ এবং CRPF। অভিষেকদের জোর করে বের করে বাসে তুলল পুলিশ। পরে পুলিশ লাইন থেকে বের করা হয় তাঁদের। এদিন তৃণমূল সাংসদ বলেন, 'বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা কেন্দ্রের। আমাদের প্রতিবাদ চলবেই। ভুক্তভোগী মানুষদের চিঠি নিয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করতে আমরা কৃষি ভবনে গিয়েছিলাম। মন্ত্রী ভুক্তভোগীদের সঙ্গে দেখা করতে চাননি। বাংলার মানুষ এর জবাব দেবে। আমাদের মারতে চাইলে মারুন, হেনস্থা করতে চাইলে করুন। গরিব মানুষের গায়ে হাত দেবেন না। 


আরও পড়ুন: Abhishek Banerjee:ধর্নায় গিয়ে দিল্লি পুলিশের হাতে আটক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল সাংসদরা