কলকাতা: কলমের এক আঁচড়ে চলে গিয়েছে ২৫ হাজার ৭৫৩ চাকরি (SSC Case)। কলকাতা আদালতের এই নির্দেশ ঘিরে তোলপাড় চারিদিকে। সেই নিয়ে বাংলায় রাজনৈতিক তরজাও চরম আকার ধারণ করেছে। একদিকে, নিয়োগ দুর্নীতির জন্য সম্পূর্ণ ভাবে যেমন তৃণমূলকে দায়ী করছেন বিরোধীরা, তেমনই আরও চাকরি যাবে বলে বিজেপি বিধায়কের হুঁশিয়ারিতেও বাড়ছে উত্তাপ। সেই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি নিয়ে আদালতের রায় এবং বিজেপি নেতাদের ভূমিকা নিয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আবারও বিচারপতিদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। 


সোমবার হাইকোর্টের ২৫ হাজার ৭৫৩ চাকরি বাতিলের নির্দেশের পর থেকেই কাটাছেঁড়া শুরু হয়েছে। সেই আবহে বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন অভিষেক। তিনি বলেন, "২৫ হাজার যোগ্য লোকের চাকরি কেড়ে নিল আদালত। আদালতের তর্কই যদি ধরি, সেক্ষেত্রে একজন বিচারপতি, বিচারপতি থাকাকালীনই বলেছেন, তিনি বিজেপি-কে অ্যাপ্রোচ করেন, বিজেপি-ও তাঁকে অ্যাপ্রোচ করে। অর্থাৎ বিজেপি-র সঙ্গে যোগাযোগে ছিলেন উনি। সেই বিচারপতি যদি বিজেপি-তে যান, তাহলে ভারত থেকে কলকাতা হাইকোর্টটাকেই তুলে দেওয়া উচিত!"


অভিষেক আরও বলেন, "১০০০-১৫০০ প্যানেলের বাইরে চাকরি পেলেও পুরো প্যানেল বাদ। তাহলে আদালতের যুক্তি মেনে যদি বলা হয়, ওই বিচারপতি বিজেপি-তে গিয়ে থাকলে বাকি বিচারপতিরাও বিজেপি! আমি তা বলছি না। কিন্তু আপনাদের যুক্তি ধরলে তো তাই হয়! বিচারপতি বলেছেন, সব চাকরি বাতিল। তার দু'দিন আগে বিজেপি-র নেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন সপ্তাহের শুরুতে বিস্ফোরণ ঘটবে। সোমবার ওই রায় এল। এটা কি কাকতালীয়? সাধারণ মানুষের কাছে শুধু এই প্রশ্ন তুলছি।"


আরও পড়ুন: Amarnath Shakha: বাতিল হবে আরও ৫৯ হাজার চাকরি, শুভেন্দুর বিস্ফোরণ-হঁশিয়ারির পর ঘোষণা আরও এক BJP বিধায়কের


শুভেন্দুর-বিস্ফোরণ উক্তির পর সম্প্রতি ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখাও ফের চাকরি নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। সামনের ৩০ তারিখে আরও ৫৯ হাজার চাকরি যাবে  বলে ঘোষণা করেছেন তিনি। সেই নিয়ে অভিষেকের বক্তব্য, "অমর শাখা বলেছেন, এই তো সবে শুরু। ৩০ তারিখের মধ্যে আরও ৫৯ হাজার চাকরি যাবে। যাঁদের চাকরি গিয়েছে, তাঁদের অনুরোধ করব, আপনারা বিব্রত, বিরত হবেন না। দলগত ভাবে তৃণমূল সর্বশক্তি দিয়ে আপনাদের পাশে আছে, থাকবে। কারও চাকরি যেতে দেব না আমরা। বিশেষ করে যাঁরা মেধাযুক্ত, যাঁদের চাকরির প্রয়োজন, কষ্ট করে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন, আজ প্রতিশোধ নেওয়ার জন্য...এই যে কোর্টের রায়, তার রন্ধ্রে রন্ধ্রে বিজেপি-র স্ট্যাম্প।"