কলকাতা: ভারতেই রয়েছে এই মোটরবাইক সংস্থা। বেঙ্গালুরুতেই রয়েছে এর অফিস। এবার Ultraviolette ভারতে আনল তাদের নতুন বাইক। নাম- F77 Mach 2. কিনতে গেলে দাম পড়বে ২.৯৯ লক্ষ টাকা।  


F77-এর আপডেটেড ভার্সন এটি। প্রথম ১০০০ জন ক্রেতার জন্য়ই রয়েছে এই দামটি। সংস্থার দাবি, এটাই এখন দ্রুততম ইলেক্ট্রিক মোটরবাইক- যার রেঞ্জ ৩২৩ কিলোমিটার। এতে রয়েছে রেকন ভার্সনের জন্য ১০.৩ kWh ব্যাটারি প্য়াক। স্ট্যান্ডার্ড ভার্সনের ক্ষেত্রে রেঞ্জ ২১১ কিলোমিটার। ব্য়াটারি প্যাক ৭.১ kWh                        


Ultraviolette F77 Mach 2-তে রয়েছে ৩০ kW (40.2 hp) পাওয়ার। যার সঙ্গেই 100nM এর পিক টর্ক। মোটরবাইক প্রস্তুতকারক সংস্থার দাবি, এই দু'চাকা ০ থেকে প্রতি ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে উঠতে পারে মাত্র ২.৮ সেকেন্ডে। সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘণ্টায় ১৫৫ কিলোমিটার। এর সঙ্গেই এই মোটরবাইকে রয়েছে 3-level Traction Control System. এরই সঙ্গে ১০ লেভেলের রিজেনারেটিভ ব্রেকিং এবং ডায়নামিক স্টেবিলিটি কন্ট্রোল। এছাড়াও এরই সঙ্গে রয়েছে নেভিগেশন, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, Hill Hold, চার্জ লিমিট এবং আরও কিছু।                                    


Ultraviolette F77 Mach 2-এর ২টো ভার্সন রয়েছে। এর মধ্যে F77 Mach 2 Recon-এর তিনটি আলাদা রয়েছে- Shadow, Airstrike and Laser. প্রথম ১০০০ ক্রেতার জন্য Ultraviolette F77 Mach 2- এর দাম হবে ২.৯৯ লক্ষ টাকা। অন্যদিকে উপরের রেঞ্জের F77 Mach 2 Recon-এর দাম হতে পারে ৩.৯৯ লক্ষ টাকা। রয়েছে বড়সড় ওয়ারেন্টিও। ৮ বছর বা ৮ লক্ষ কিলোমিটার ব্য়াটারি এবং ড্রাইভট্রেইন ওয়ারেন্টি রয়েছে  F77 এবং F77 Mach 2 Recon-এ। লুকস- আগের মতোই রয়েছে। নতুন রং আনা হয়েছে। বেশকিছু প্রযুক্তি উন্নয়ন করা হয়েছে। আনা হয়েছে ফাস্ট চার্জিং-এর সুবিধাও। যা ৬০ মিনিটের মধ্যেই হয়ে যাবে।


Ultraviolette F77 Mach 2 ডেলিভারি করা হবে ২০২৪ সালের মে মাস থেকে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Income Tax Rule: প্যান-আধার লিঙ্ক না থাকলে অতিরিক্ত হারে TDS? কী বলছে আয়কর দফতর?


Car loan Information:

Calculate Car Loan EMI