হিন্দোল দে, পূর্ণেন্দু সিংহ ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা :  শনিবার দুই সাগর পাড়ের জেলায়, দুই হেভিওয়েটের সভা ঘিরে এখন ফুটছে বঙ্গ রাজনীতি ( West Bengal Politics )। কাঁথিতে অধিকারী পরিবারের বাড়ি শান্তিকুঞ্জের অদূরে প্রভাতকুমার কলেজের মাঠে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee ) ! বিধানসভা নির্বাচনের আগে এই কাঁথিতেই শুভেন্দু অধিকারীর বাড়ি থেকে ৫ কিলোমিটার দূরের জনসভা থেকে তীব্র আক্রমণ শানিয়েছিলেন অভিষেক! 



 অভিষেকের সেই হুঙ্কার


এই আবহেই উঠে আসছে শুভেন্দুগড়ে অভিষেকের সেই হুঙ্কারের কথা। সামনে তখন ছিল ২০২১ এর বিধানসভা নির্বাচন। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান বিরোধী মুখের বাড়ির থেকে ঢিল ছোড়া দূরত্বে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়েছিলেন ' তোর বাপ কে গিয়ে বল শান্তিকুঞ্জের পাঁচ কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি, হিম্মত থাকলে যা করার করে নে, আয়। ' 

আরও পড়ুন :


শুভেন্দু ‘গড়ে’ অভিষেকের সভা, অভিষেক ‘গড়ে’ শুভেন্দুর হুঙ্কার


 সভা-যুদ্ধে দুই দলের দুই সেনাপতি


তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ' অধিকারী গড় আবার কী। এটা জেলার মানুষের গড়। ফেসবুকে ভিডিয়ো ছেড়ে আমাকে ভয় দেখানোর চেষ্টা করে লাভ নেই। ... চার আনার নকুল দানা, তার আবার ক্যাশমেমো।' 


অন্যদিকে শুভেন্দুও আক্রমণ শানান, 'তোলাবাজ ভাইপো-গরুচোর ভাইপো-কয়লা চোর ভাইপো' বলে । 


শান্তিকুঞ্জের দুই সাংসদ – শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী এখনও খাতায় কলমে তৃণমূলে! কিন্তু, ঘাসফুল শিবিরের সঙ্গে তাঁদের সম্পর্ক প্রায় নেই বললেই চলে! কাঁথির সভার আগে তাঁরাও এখন রাজনৈতিক বাগযুদ্ধের অংশ!


 তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের বিদ্রুপ, ' তৃণমূলের টিকিটে যাঁরা জিতেছেন, তাঁদের কৃতজ্ঞতা থাকলে সভামঞ্চে আসুন। এটা কি বিয়েবাড়ি নাকি আমন্ত্রণ জানাব? তৃণমূলের প্রতীকে ভোট চাওয়ার সময় লোকের বাড়ি বাড়ি গিয়ে হাতজোড়, আর এখন আমন্ত্রণ? তৃণমূলের সভা। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সভা। এখানে তৃণমূল প্রতীকে জেতা যে যেখানে আছেন, তাঁদের গায়ে যদি কৃতজ্ঞতার রক্ত থাকে, তাঁদের উচিত এই মহাযজ্ঞে সামিল হওয়া।' 


পাল্টা ডায়মন্ডহারবারেও শুভেন্দু অধিকারীর সভা সফল করতে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে বিজেপি। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। কঠিন লড়াই। আর তার আগে সভা-যুদ্ধে দুই দলের দুই সেনাপতি। উত্তেজনা চরমে।